জ্যোতিপ্রিয় অতীত! বারিকের অফিসে হানা দিয়ে চাঞ্চল্যকর নথি পেল ED! ফাঁস করতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি এই মামলায় উঠে এসেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের নাম। এবার তাঁর অফিসে হানা দিয়ে চাঞ্চল্যকর নথি হাতে পেল ইডি (Enforcement Directorate)। ইতিমধ্যেই তা নিয়ে খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা।

বারিকের বাড়িতে হানা দিয়ে কী পেল ইডি (Enforcement Directorate)?

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, বারিকের অফিস থেকে যে সকল নথি উদ্ধার হয়েছে তার মধ্যে ২২টি সম্পত্তির নথিও পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে দুবাইয়ের সম্পত্তির কাগজও মিলেছে বলে খবর। রেশন দুর্নীতির (Ration Scam) টাকা নিয়েই কি তাহলে দুবাইয়ে লগ্নি করা হয়েছে? ইতিমধ্যেই তার খোঁজে নেমেছেন তদন্তকারীরা।

ইডির অনুমান, নামে বেনামে সম্পত্তিতে লগ্নি করা হয়েছে। ১৫টির বেশি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গেই বারিকের অফিস থেকে ২০ লাখ টাকা এবং আলিফ নূরের বাড়ি থেকে ১১ লাখ টাকা এবং তাঁর অফিস থেকে ১৪ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে, মঙ্গলবার ইডির অভিযানে উদ্ধার হয়েছে ৪৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ তৃতীয়বার সাংসদ হয়েই প্রতিশ্রুতি পূরণ! দেবের এক পদক্ষেপে খুশির হাওয়া ঘাটালে!

সোমবার থেকেই রেশন দুর্নীতি মামলায় অ্যাকশনে দেখা যাচ্ছে ইডি-কে। রাজারহাট, বসিরহাট, বারাসাতের বেশ কয়েকটি অফিস এবং ফ্ল্যাটে হানা দিয়ে একাধিক নথি উদ্ধার করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এই অভিযানে ২০ লাখ টাকার পাশাপাশি তাঁর ফ্ল্যাট থেকে সোনার বিস্কুটও উদ্ধার হয়েছে। তদন্তকারীরা এবার এসবের উৎস জানতে চান। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই বারিককে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে।

Barik Biswas Ration scam Enforcement Directorate

উল্লেখ্য, বৃহস্পতিবার ইডি (Enforcement Directorate) দফতরে হাজিরা দিয়েছেন দেগঙ্গার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ নূর। আনিসুরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট বলেন, আমি কোনও ব্যবসার মধ্যে ছিলাম না। আমি রাজনীতি করি, সেটাই বুঝি। জ্যোতিপ্রিয় ওরফে বালু এবং বারিকের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি তা এড়িয়ে যান।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর