কেঁচো খুঁড়তে কেউটে! রাজ্যের কোন কোন পুরসভায় চাকরিতে দুর্নীতি? জানাল ED

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। দুর্নীতির রহস্যভেদ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। আর বর্তমানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে। শুধু শিক্ষক নয়, গোটা রাজ্য জুড়ে নিয়োগের পরতে পরতে ছড়িয়ে রয়েছে দুর্নীতি। শিক্ষক কেলেঙ্কারিতে ধৃত কুন্তল ঘোষের সূত্র ধরে সামনে এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) নাম। আর এবার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের (Ayan Sil) অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়ে একাধিক চাঞ্চল্যকর নথি উদ্ধার করেছে ইডি (ED)।

কী জানা যাচ্ছে? ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্টলেকের অফিসে ৩৭ ঘণ্টার ম্যারাথন তল্লাশিতে যা মিলেছে তাতে তাদের চক্ষু চড়কগাছ। সল্টলেকের ওই অফিস থেকে রাজ্যের একাধিক পুরসভা নিয়োগে (Municipal Recruitment Scam) জালিয়াতির তথ্য উদ্ধার করেছে ইডি। গতকাল আদালতে ইডি জানায়, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তারা দেখছে রাজ্যের সকল ক্ষেত্রে নিয়োগেই ছড়িয়েছে দুর্নীতির জাল।

ইডি সূত্রে দাবি, যে নথি-তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনার ছয় পুরসভার প্রতি স্তরের নিয়োগে বেলাগাম চাকরি বিক্রি হয়েছে। পুরসভার গাড়ি চালক থেকে শুরু করে টাইপিস্ট, এই সমস্ত পদে চাকরিতে অনিয়ম হয়েছে। সব ক্ষেত্রেই হাজার হাজার চাকরি বিক্রি হয়েছে লক্ষ লক্ষ্য টাকার বিনিময়ে। ইডি সূত্রে এমনই বিস্ফোরক দাবি করা হচ্ছে।

অয়ন শীলের অফিস থেকে পুরসভা নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। এই অয়নকে আদালতে পেশ করে ডিরেক্টরেট দাবি করে, প্রোমোটারের কাছ থেকে যেসমস্ত নথি উদ্ধার হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে, রাজ্য জুড়ে ৬০টি পুরসভায় প্রায় পাঁচ হাজার নিয়োগ দুর্নীতি করে হয়েছে। ইডি সূত্রে দাবি, উত্তর ২৪ পরগনার ২৮টি পুরসভার সাতটি পুরসভায় নিয়োগ বেআইনি।

ed

অন্যদিকে, ”দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, হালিশহর এবং কামারহাটি পুরসভার নিয়োগেও অনিয়ম হয়েছে।” আদালতে ঠিক এমনটাই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বিপুল পরিমান দুর্নীতির তথ্য সামনে আসতেই মাথায় হাত তদন্তকারীদের। আদালতে ইডির দাবি, ” শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত করছিলাম এখন দেখছি রাজ্য সরকারের সব দফতরের নিয়োগেই অনিয়ম হয়েছে।”

সংশ্লিষ্ট সংস্থা সূত্রেই দাবি, পুরসভার টাইপিস্ট, গাড়িচালক, শ্রমিক, সাফাইকর্মী সহ একাধিক পদে অনিয়ম করে নিয়োগ হয়েছে। যার পরিমান পাঁচ হাজারেও বেশি। প্রসঙ্গত, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্টে ওএমআর শীট সরবরাহ করার টেন্ডার পেয়েছিল ABS Infozone Pvt Limited নামক এক কোম্পানি। যার মালিক এই অয়ন শীল। ইডি সূত্রে দাবি, ওএমআর শিট বিকৃত করেই টাকার বিনিময়ে হাজার হাজার অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। যার পেছনে যৌথভাবে হাত রয়েছে শান্তনু এবং এই অয়নের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর