ED-র অভিযান এবার কেরলে! হাওলার নেটওয়ার্কের খোঁজে বাম রাজ্যের ১২ জায়গায় তল্লাশি আধিকারিকদের

বাংলা হান্ট ডেস্ক : এবার কেরালায় (Kerala) দাপট দেখাতে শুরু করল ইডি (Enforcement Directorate)। গতকাল সোমবার থেকেই বাম শাসিত রাজ্যের অন্তত ১৩টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকরা অভিযান চালাচ্ছে বলে জানা যাচ্ছে। হাওলার মাধ্যমে টাকা লেনদেনের বিষয়ে তথ্য সংগ্রহ করতেই এই অভিযান।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, হাওলার মাধ্যমে বিরাট অংকের ভারতীয় টাকা চলে যেত বাইরে। এর মাধ্যম হিসাবে কাজ করত কেরলের একাধিক সংস্থা। এই সংস্থাগুলিকে খুঁজে বের করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

জানা যাচ্ছে, ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারকেও ধীরে ধীরে নি:স্ব করে দেওয়ার পরিকল্পনা ছিল। জানা যাচ্ছে, হাওলা সূত্রে ভারত থেকে বিরাট অংকের বিদেশি মুদ্রা চলে হাওলার টাকা চলে যেত আমেরিকা ও কানাডা।

ed

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার কেন্দ্রীয় সংস্থা অভিযান চালিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে। বিপুল অঙ্কের আর্থিক কেলেঙ্কারির সন্দেহে দেশের একটি স্বর্ণঋণ দানকারী সংস্থার বিভিন্ন দফতরে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেরলের বিভিন্ন জায়গায় হানা দেয় ইডি। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, আর্থিক তছরুপ মামলার তদন্তেই তল্লাশি চালানো হয়েছে।

ওই স্বর্ণঋণ দানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-র গাইডলাইন ভেঙে সাধারণ মানুষের থেকে ১৫০ কোটি টাকার বেশি অর্থ জমা করেছে তারা। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার ওই সংস্থার কেরলের বিভিন্ন দফতরে হানা দেয় ইডি।

ত্রিশূরে ওই সংস্থাটির আঞ্চলিক সদর দফতর-সহ মূলত ৪টি এলাকায় তল্লাশি চালিয়েছে ওই সংস্থা। বিষয়টি ওই সংস্থাটিকে ইমেল মারফত জানানো হয়েছে বলেও ইডি সূত্রে খবর।

Sudipto

সম্পর্কিত খবর