বাংলা হান্ট ডেস্ক: এবার প্রাক্তন আমলার বাড়িতে তল্লাশিতে গিয়ে চক্ষু চড়কগাছ হল ED (Enforcement Directorate)-র। শুধু তাই নয়, ওই আমলার বাড়ি থেকে মিলল কোটি কোটি টাকার সোনা এবং হিরে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, উত্তরপ্রদেশের প্রাক্তন আমলা মোহিন্দর সিংহের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ED-র একটি দল। আর তারপরেই সামনে আসে এই চাঞ্চল্যকর বিষয়।
এবার প্রাক্তন আমলার বাড়িতে তল্লাশি ED (Enforcement Directorate)-র:
উল্লেখ্য যে, দেশের বিভিন্ন জায়গায় “লোটাস ৩০০ প্রোজেক্ট” মামলায় অভিযান চালানো হচ্ছে ED (Enforcement Directorate)-র তরফে। দিল্লি থেকে শুরু করে মিরাট, নয়ডা, চণ্ডীগড়ের মতো জায়গাগুলিতে চলছে জোরকদমে তল্লাশি। ঠিক এই আবহেই প্রাক্তন আমলা মোহিন্দর সিংহের বাড়িতে তল্লাশি চালানো হয়।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, প্রাক্তন IAS মোহিন্দরের বাড়িতে তল্লাশি চালানোর সময় প্রচুর পরিমাণে হিরে এবং সোনা উদ্ধার করা হয়েছে। তথ্য অনুযায়ী, শুধুমাত্র হিরে উদ্ধার হয়েছে ১২ কোটি টাকার। পাশাপাশি, পাওয়া গিয়েছে ৭ কোটি টাকার সোনা।
আরও পড়ুন: শূন্য রানে আউট হয়ে “লজ্জার রেকর্ড” গড়লেন শুভমান গিল, ছুঁয়ে ফেললেন কোহলিকেও
মোহিন্দর হলেন উত্তরপ্রদেশ ক্যাডারের IAS। তিনি ১৯৭৭ সালে UPSC পরীক্ষায় পাশ করেন এবং তার পরের বছর অর্থাৎ ১৯৭৮ সালে আমলা হন। তিনি অবসর গ্রহণ করেন ২০১২ সালে। উত্তরপ্রদেশের ক্ষমতায় যখন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ছিলেন তখন মোহিন্দরকে নয়ডা ডেভেলপমেন্ট অথরিটির CEO হিসেবে নিয়োগ করা হয়েছিল।
আরও পড়ুন: দুর্ঘটনার পর প্রথম টেস্টেই দুর্ধর্ষ নজির পন্থের! গড়লেন বিশেষ রেকর্ড, জানলে হবে গর্ব
তবে, মোহিন্দরের নাম এর আগে একাধিক দুর্নীতিতে জড়িয়েছে। সুপারটেক এবং আম্রপালি বিল্ডার দুর্নীতিতেও নাম উঠে এসেছিল এই প্রাক্তন আমলার। শুধু তাই নয়, এই ঘটনায় যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁদের অন্যতম হলেন মোহিন্দর। যদিও, ঠিক কোন মামলায় এই প্রাক্তন আমলার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, সেই বিষয়টি এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি ED (Enforcement Directorate)-র তরফে।