সারদা কাণ্ডে বড় অ্যাকশন ED-র! বাজেয়াপ্ত করল প্রাক্তন CPM বিধায়ক সহ তিন জনের সম্পত্তি

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার খবরের শিরোনামে সারদা কেলেঙ্কারির (Saradha Scam) তদন্ত। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে বাজেয়াপ্ত করল পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম, ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার ও সিপিএমের প্রাক্তন বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাসের সম্পত্তি।

ইডি শুক্রবার বিকেলে একটি প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৩.৩০ কোটি টাকা মূল্যের স্থাবর ও ৩ কোটি টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি। সারদা গোষ্ঠী বা সুদীপ্ত সেনের থেকে যারা বিভিন্নভাবে সুবিধা পেয়েছেন তারা এই সম্পত্তিগুলির মালিক। সে সকল ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি আর্থিক লেনদেন আইনের আওতায়।

সারদা কর্তা সুদীপ্ত সেনের আইনজীবী ও পরামর্শদাতা ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর আগে তাকে জেরাও করেছে। এছাড়াও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে চিটফান্ড মামলায় আগে জেরা করা হয়েছে। অন্য এক ব্যক্তি দেবেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা ও সিপিএমের বিধায়ক।

বিবৃতিতে ইডি বলেছে, বেআইনিভাবে সাধারণ আমানতকারীদের থেকে সারদা গোষ্ঠী ২৪৫৯ কোটি টাকা তুলেছিল। এরমধ্যে এখনও আমানতকারীদের পাওনা রয়েছে ১৯৮৩ কোটি টাকা। প্রসঙ্গত, সারদা কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের ব্যাপারে ২০১৪ সালে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Sudipta Sen 1

প্রসঙ্গত উল্লেখ্য, সারদাকাণ্ডে তদন্ত তেমন ভাবে না এগোনোর জন্য কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী বলেন, “গত আট বছর ধরে সিবিআই এবং ইডি কী করছিল সেটাই কৌতূহলের বিষয়। হঠাৎ ঘুম ভাঙতে দেখা গেল। কিন্তু আমাদের প্রশ্ন হল, এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হল, এটা কি সত্যিই তদন্তের স্বার্থে, নাকি রাজনৈতিক উদ্দেশ্যপূরণের লক্ষ্যে? এই দুই এজেন্সির উপর মানুষ আর ভরসা করে না।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর