বাংলা হান্ট ডেস্ক : ‘এবার বিজেপি আমাকেও দলে নিতে চাইবে।’ দিন দুই আগে এমনটাই মন্তব্য করেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আর এবার সেই মহুয়াই ইডির (Enforcement Directorate) নজরে। আগামী সোমবার তৃণমূল নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করেছেন।
গত কয়েকমাস ধরেই তেড়েফুঁড়ে মাঠে নেমেছে ইডি। রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি ইত্যাদি তো বটেই, সেই সাথে গরু পাচার কাণ্ড নিয়েও তৎপর ইডি। বৃহস্পতিবার দুপুর থেকেই একের পর এক নেতার কাছে ইডির নোটিশ পৌঁছায়। গরু পাচার কাণ্ডে তলব করা হয় ঘাটালের সাংসদ দেবকে (Dev)। এদিকে অ্যালকেমিস্ট মামলায় মুকুল রায়কেও (Mukul Roy) তলব করে ইডি।
এই দুই তলবের পরই ইডির নজর তৃণমূল নেত্রী মহুয়ার উপর। সূত্রের খবর, আগামী ১৯ ফেব্রুয়ারি তাকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। আর এবার সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন : ভোটের মুখে বিরাট ধাক্কা খেল জোট, NDA জয়েন করছেন ফারুক আবদুল্লাহ? করলেন বড় ঘোষণা
এদিকে সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। এই মামলার জরুরি শুনানির আবেদন করলেও শীর্ষ আদালত তা খারিজ করে। এখনও পর্যন্ত এই মামলার কোনও শুনানি হয়নি শীর্ষ আদালতে। সেই শুনানির আগেই মহুয়া মৈত্রকে তলব করল ইডি। তবে মহুয়া যাবেন কি না, তা বৃহস্পতিবার রাত পর্যন্ত স্পষ্ট নয়।