এই মুহূর্তের বর খবর! এবার মুখ্যমন্ত্রীকে সমন ED-র, উঠেছে ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে পড়েলেন ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren)। জমি কেলেঙ্কারি (Land Scam) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি। কেন্দ্রীয় সংস্থার সমন নিয়ে মুখ খুলেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দল। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছে তারা।

এরপর গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ইডি অভিযান চালিয়েছিল। সেই মামলায় ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী তলব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে তাঁকে ঠিক কোনও মামলায় সমন পাঠানো হয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

এর আগে গত বছর নভেম্বর মাসে একটি বেআইনি খনি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে সোরনে-কে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এই মামলায় ইতিমধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্র সহ আরও দু’জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থাটি। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১১ কোটির টাকার বেশি হদিশ মেলে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছিল।

Untitled design 2022 09 01T164643.573
অভিযান চালিয়ে পঙ্কজের বাড়ি থেকে ৫ কোটির বেশি অর্থ উদ্ধার করেছিল ইডি। জানা যায়, পঙ্কজের বাড়ি থেকে বেশ কয়েকটি চেক উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সেখানে হেমন্ত সোরেনের স্বাক্ষর ছিল বলে দাবি করা হয়েছে। ইডির চার্জশিট অনুযায়ী, ঝাড়খণ্ডে খনি দুর্নীতির অন্যতম চক্রী পঙ্কজ মিশ্র।

পঙ্কজই হেমন্তের বেআইনি খনির কারবার সামলাতো বলে অভিযোগ। খনি কাণ্ডে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর উপর রয়েছে চাপ। তার মধ্যে নতুন করে ইডি সমন, কিছুটা হলেও বেকায়দায় ফেলে দিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। এদিকে, হেমন্ত সোরেনকে ইডি তলব নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছে তারা।

গত জুনে পাটনা এবং জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ বৈঠকে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপিকে হটাতে বিরোধী মঞ্চ থেকে অন্যান্যদের মতো তিনিও ডাক দেন। তারপরেই সোরেনকে ইডি তলব যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর