বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি মাস থেকেই শিরোনামে রয়েছে সন্দেশখালি। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সেখানকার ‘বাঘ’ শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি (Enforcement Directorate)। কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা হতেই পাল্টে যায় সম্পূর্ণ চিত্র। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শাহজাহান। এবার আরও তিনজনকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। তাঁদের পরিচয় ফাঁস হতেই শুরু হয়েছে চর্চা।
কাদের তলব করল ইডি (Enforcement Directorate)?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ফের একবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শাহজাহানের (Sheikh Shahjahan) ভাই শেখ সিরাজুদ্দিনকে। একইসঙ্গে ডাকা হয়েছে সন্দেশখালির ‘বাঘে’র জামাই এবং তাঁর গাড়ির চালককে। যদিও এই প্রথম নয়, এর আগেও এই তিনজনকে তলব করা হয়েছিল। তবে কোনও বারই তাঁরা ED-র ডাকে সাড়া দেননি।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার শাহজাহানের ভাই, জামাই এবং গাড়ির চালককে তলব করা হয়েছে। এবারও হাজিরা এড়ালে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর।
আরও পড়ুনঃ সোহমের বিরুদ্ধে ‘আওয়াজ’ তোলার জের? চরম বিপাকে রেস্তোরাঁর মালিক! তুমুল শোরগোল
এদিকে সিরাজুদ্দিনকে তলব করা হলেও, এখনও অবধি তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। ED আধিকারিকদের অনুমান, তদন্ত থেকে বাঁচার জন্য তিনি গা ঢাকা দিয়েছেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০১৮ থেকে ২০২৪ সাল অবধি সন্দেশখালি ও ন্যাজাট থানায় নারী নির্যাতন, এলাকাবাসীর ওপর জুলুম, জমি জবরদখলের যে সকল অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে শাহজাহান ছাড়াও শিবু হাজরা এবং অন্যান্যদের নাম ছিল। সেই মামলার সূত্রে ধরেই শাহজাহানের ভাই সিরাজুদ্দিনকে একাধিকবার তলব করা হয়েছিল বলে খবর।
উল্লেখ্য, এর আগে সন্দেশখালির দাপুটে নেতার আর এক ভাই শেখ আলমগির CBI-র হাতে গ্রেফতার হয়েছেন। পরবর্তীতে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে ইডি-ও (Enforcement Directorate) তাঁকে গ্রেফতার করে। শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা ও দিদারবক্স মোল্লাও গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালির বুকে জমি দখল, ভেড়ি দখল, রেশন দুর্নীতি সহ বেশকিছু মামলায় জেরার জন্যই ওই তিন ব্যক্তিকে তলব করা হয়েছে।