শেখ শাহজাহানের বিলাসবহুল গাড়ি বেচতে তৎপর ED! কারণ জানলে ‘থ’ হয়ে যাবেন

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ‘বাঘ’ তিনি। গত বছরের শুরুতেই সংবাদের শিরোনামে উঠে আসেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। রেশন দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। পরবর্তীতে প্রায় মাস দুয়েক গা ঢাকা দিয়ে থাকার পর গ্রেফতার হন এই তৃণমূল নেতা (বর্তমানে সাসপেন্ড)। এখন সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Incident) জেলবন্দি তিনি। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর!

সন্দেশখালি কাণ্ডে ধৃত শাহজাহানকে (Sheikh Shahjahan) নিয়ে বড় খবর!

সন্দেশখালির বুকে ইডির ওপর হামলার ঘটনার পর সামনে আসে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ ওঠে। পথে নেমে প্রতিবাদ করেন গ্রামবাসীরা। প্রায় মাস দুয়েক লুকিয়ে থাকার পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরবর্তীতে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার পাওয়ার পর শাহজাহানকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার সন্দেশখালির এই দোর্দণ্ডপ্রতাপ নেতার তিনটি বিলাসবহুল গাড়ি বিক্রি করতে তৎপর হয়ে উঠল ইডি (ED)। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই গাড়িগুলি বিক্রি করে সেই টাকা সদ্ব্যবহারের জন্য ব্যাঙ্কশাল আদালতের বিশেষ এজলাসে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুনঃ দীর্ঘদিন জেলবন্দি! এবার আদালতে ছুটলেন আরজি কর মামলার সন্দীপ ঘোষ! হঠাৎ কী হল?

বিগত এক বছরের বেশি সময় ধরে জেলবন্দি সন্দেশখালির সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহান (Sheikh Shahjahan)। তখন থেকেই সিজিও কমপ্লেক্সের মধ্যে পড়ে রয়েছে তাঁর তিনটি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে একটি হুডখোলা জিপ ও বাকি দু’টি এসইউভি। এবার সেগুলিই বিক্রি করে তার টাকা সদ্ব্যবহার করতে চাইছে ইডি।

Sandeshkhali Sheikh Shahjahan name associated with an old case now

আদালতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, রেশন দুর্নীতির টাকাতেই শাহজাহানের ওই বিলাসবহুল গাড়িগুলি কেনা হয়েছিল। বর্তমানে অনাদরে সেগুলি নষ্ট হচ্ছে। সেই জন্য ওই তিনটি গাড়ি বিক্রি করে পাওয়া টাকা ভালো কাজে ব্যবহার করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই আবেদন গ্রহণ করেছে আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন শাহজাহানের (Sheikh Shahjahan) বহুমূল্য তিন গাড়ির ‘ভাগ্য’ নির্ধারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারক কী রায় দেয় এখন সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর