‘আমি অসুস্থ, ED যাতে অত্যাচার না করে’, বিচারকের কাছে কাতর আর্জি রেশন দুর্নীতির বিশ্বজিতের

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে একাধিক দুর্নীতির তদন্তে বেগ বাড়িয়েছে ইডি-সিবিআই। রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) বালু, শঙ্করের পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বুধবার সল্টলেকের আইবি ব্লক থেকে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। আর ইডির হাতে গ্রেফতারির সাথে সাথেই মক্কেলের শারীরিক অসুস্থতা নিয়ে গলা শুকাতে শুরু করলেন বিশ্বজিতের আইনজীবী।

নিয়োগ দুর্নীতির পার্থ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু হোক কিংবা রেশন দুর্নীতির জ্যোতিপ্ৰিয়, শঙ্কর গ্রেফতার হওয়ার পরই সকলের মুখে উঠে এসেছে অসুস্থতার তত্ত্ব। এবার বিশ্বজিতের বেলাতেও তার ব্যতিক্রম হল না।

বুধবারই গ্রেফতার করা হয় বিশ্বজিৎ দাসকে। সেইদিনই তাকে ইডি আদালতে পেশ করে আট দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ইডির আইনজীবী জানায়, রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও শঙ্কর আঢ্যর সঙ্গে বিশ্বজিতের যোগসূত্র মিলেছে।

ওদিকে পাল্টা বিশ্বজিতের আইনজীবী বলেন, তার মক্কেল একাধিক রোগে জর্জরিত। তাই ইডি হেফাজতে যাতে তার সঠিকভাবে চিকিৎসা করা হয়। আদালতের কাছে বিশ্বজিতের আইনজীবীর আর্জি ইডি হেফাজতে যাতে তার মক্কেলের ওপর কোনও রকম অত্যাচার না করা হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর আপাতত আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্ত বিশ্বজিতের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। শঙ্করের সূত্র ধরেই মঙ্গলবার সকালে সল্টলেকের আইবি ব্লকের বিশ্বজিৎ দাসে বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। এরপর শুরু হয় ম্যারাথন তল্লাশি। টানা ২৪ ঘন্টার বেশি সময় ধরে বিশ্বজিৎকে সঙ্গে নিয়েই চলে তল্লাশি। পাশাপাশি রাত ভর তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। এরপর সেই বাড়ি থেকে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ed 1689169967 1

আরও পড়ুন: ‘যা হয়েছে সবটাই…’, রাতে মহিলাদের পার্টি অফিসে ডাকা নিয়ে এবার গোপন ডেরা থেকে মুখ খুললেন শিবু

ইডি সূত্রে খবর, জেরায় প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ। পাশাপাশি একাধিক প্রশ্নে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। এরপরই রেশন মামলায় বিশ্বজিৎকে গ্রেফতার করে ইডি। গতকাল বিধান নগর মহকুমা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আদালতে পেশ করা হয় বিশ্বজিৎকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর