বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতির (Ration Scam) জট কী অবশেষে খুলছে? গতবছর এই মামলার জেরে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। গ্রেফতার হয়েছেন আরও অনেকেই। সম্প্রতি এই কেলেঙ্কারি ইস্যুতে নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। এরই মাঝে এবার আদালতে রেশন-মামলায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতির কথা জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (Enforcement Directorates)।
আদালতে ইডির দাবি ১০ হাজার কোটির দুর্নীতির মধ্যে ১ হাজার কোটির মালিকানাও তদন্তে তাদের কাছে উঠে এসেছে। শুক্রবার বিশেষ ইডি আদালতে বিচারকের সামনে ইডির ব্যাখ্যা, রেশন দুর্নাীতি মামলায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতির মধ্যে ১ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সংস্থা এনপিজি রাইসমিল।
ইডির আইনজীবী দাবি, বাকিবুরের সংস্থা ছাড়া বাকি ৯ হাজার কোটির দুর্নীতি করেছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আরও একাধিক রাইস ও আটা মিল। সেই বাকি ৯ হাজার কোটির দুর্নীতির রহস্যভেদ করতে এবার ময়দানে নামছে ইডি। এই ৯ হাজার কোটির হিসেব মেলাতে চাইছে তদন্তকারী এজেন্সি।
শুক্রবার বিশেষ ইডি আদালতে রেশন মামলায় ধৃত বাকিবুর রহমান, তৃণমূল নেতা শঙ্কর আঢ্যদের জামিনের আবেদনের শুনানি ছিল। সেখানেই ১০ হাজার কোটির দুর্নীতির কথা ফাঁস করে ইডি। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে প্রথমে এই বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তারপর বাকিবুরের সূত্র ধরেই সামনে আসে জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালুর নাম।
আরও পড়ুন: রাজ্যজুড়ে অব্যাহত ভোট পরবর্তী হিংসা! মমতা সরকারের ওপর চাপ বাড়াতে পথে নামছে RSS
দুর্গাপুজোর পর পরই টানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর বালুকে তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এই সময়ের মধ্যে বহুবার নানা কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেছিলেন জ্যোতিপ্ৰিয়। তবে তাতে কোনো সুরাহা হয়নি। সম্প্রতি জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বালু। আগামী সপ্তাহে সেই মামলার শুনানি।