শাহজাহান নস্যি! ED-র ডাকে এবার সিজিও-তে হাজি সিদ্দিক মোল্লা, এর পরিচয় জানলে শিউরে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে শোরগোল রাজ্যে। গত জানুয়ারি মাসে ইডি (Enforcement Directorates) পেটানোর ঘটনায় বিতাড়িত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ইডি হেফাজতে রয়েছে শাহজাহান। আর এরই মধ্যে এবার সন্দেশখালির আরও এক তৃণমূল নেতাকে (TMC Leader) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর সন্দেশখালি সংক্রান্ত কোনও ইস্যুতেই স্থানীয় নেতা হাজি সিদ্দিক মোল্লা নামের ওই নেতাকে তলব করেছে ইডি।

শনিবার কেন্দ্রীয় এজেন্সির তলবে সাড়া দিয়ে ইডির কলকাতার দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন হাজি সিদ্দিক মোল্লা। ইডির একটি সূত্র মারফত জানা যাচ্ছে, শিবু হাজরার মতো হাজি সিদ্দিক মোল্লাও ধৃত শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। শিবু হাজরার মতো তার নাম কাজে লাগিয়েও নিজের সম্পত্তি বৃদ্ধি করেছিলেন শাহজাহান। এই বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতেই শাহজাহান ঘনিষ্ঠ এই নেতাকে তলব করা হয়েছে বলে জানাচ্ছে ইডি। উল্লেখ্য, শাহজাহান গ্রেফতারির আগেই শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রভান্ডার বন্দুক, গুলি, বোমা, বিস্ফোরক! বোমা সরাতে অভিযানে নামে এনএসজি। রোবট নামিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক বোঝাই ব্যাগ। যেই থমথমে দৃশ্য দেখে রীতিমতো শিউরে ওঠে রাজ্যবাসী। CBI-NSG-র যৌথ অভিযানে সন্দেশখালির শেখ শাহজাহান ঘনিষ্ঠের এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল অস্ত্রভান্ডার।

Enforcement Directorate ED Sheikh Shahjahan

আরও পড়ুন: সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! CBI-র বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি, এবার বিরাট কাণ্ড ঘটাচ্ছে তৃণমূল

সিবিআই এর সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে পুলিশের ব্যবহারের রিভলভারও পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে কার্তুজ, দেশি বোমা। সিবিআইয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ছবি দিয়ে দাবি করা হয়েছে, অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের একাধিক নথি, পরিচয়পত্রও। প্রায় ৮০ লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনা ঘিরেই এখন উত্তাল রাজ্য-রাজনীতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর