বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই জোরদার অ্যাকশনে ইডি (Enforcement Directorates)। এর আগে রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার নয়া দুর্নীতির কিনারা করতে ময়দানে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা মামলায় (PF Fraud Case) মঙ্গলবার সকাল থেকে একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডির হানা।
এদিন সাতসকাল থেকে একযোগে তিন জায়গায় হানা দিয়েছে ইডি। সূত্রের খবর, ২/১ ব্রাইট স্ট্রিট, বালিগঞ্জে সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে চলছে ইডি অভিযান। ওদিকে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল, বালিগঞ্জে জুটমিল মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ‘ডেল্টা’ সংস্থার অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি।
প্রায় ২১ কোটি টাকা প্রতারণার এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। দুই সংস্থার বিরুদ্ধে তাদের অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ ছিল, কোম্পানি তাদের প্রাপ্য পিএফের টাকা দিচ্ছে না। এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়।
প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ জানিয়ে ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়্যালিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সংস্থারই কয়েক জন অবসরপ্রাপ্ত কর্মচারী। এর আগে এই মামলায় দুই সংস্থার পাঁচ জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি। এসএফআইও তাদের জিজ্ঞাসাবাদ করেছিল। সেই মামলার তদন্তেই এবার তেড়েফুঁড়ে তদন্তে নামল ইডি।
আরও পড়ুন: মঙ্গলে সন্দেশখালির পথে শুভেন্দু, বৃন্দা কারাত, নতুন করে আরও ৫ জায়গায় ১৪৪ ধারা জারি করল পুলিশ
এদিন জুটমিলে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে ইডি। কর্মীদের অভিযোগও শোনে। মিলের কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ঠিকমতো টাকা দেওয়া হচ্ছে না। মালিকপক্ষ লাভের টাকা তুলে নিলেও শ্রমিকদের পরিশ্রমের কোনও দাম দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ ওঠে।