বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন হল ফিরেছেন জেল থেকে। এরই মাঝে জোর বিপাকে অনুব্রত (Anubrata Mondal)। গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) ফের একবার অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তরফে জানানো হয়েছে, গরু পাচার মামলায় অনুব্রত, তার পরিবার, সহযোগী সংস্থাগুলির স্থাবর সম্পত্তি প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্ত করা সম্পত্তির তালিকায় অনুব্রত ওরফে কেষ্টর নামে থাকা ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ইডি সূত্রে খবর, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা মোট অর্থের পরিমাণ ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা। ইডি জানিয়েছে, গরু পাচার মামলায় এখনও পর্যন্ত ৫১ কোটি ১৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
গরু পাচার মামলায় একাধিক অভিযুক্ত জামিনে মুক্ত হলেও এখনও তদন্ত চলছে। ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সিবিআই আদালতে এই মামলা চলে। সেখানেই সংশোধনাগারে বন্দি ছিলেন তৃণমূল নেতা। এরপর তিহাড় জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে। সেখানে তাকে গ্রেফতার করে ইডিও। বহুদিন জেলবন্দি থাকার পর সেপ্টেম্বর মাসে জামিন পান কেষ্ট।
আরও পড়ুন: রেডি রাখুন মোটা সোয়েটার! দক্ষিণবঙ্গে আরও চার ডিগ্রি নামবে তাপমাত্রা: আবহাওয়ার খবর
২০২২ সালের অগস্ট মাসে অনুব্রত (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। এরপর কেষ্ট গ্রেফতারির সাড়ে আট মাস পর সুকন্যাকে গ্রেফতার করেছিল ইডি। আপাতত তিনিও জেলমুক্ত। এবার হঠাৎ করে গরু পাচার মামলায় ইডি সক্রিয় হয়ে ওঠায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।