বাংলাহান্ট ডেস্কঃ ‘মিঞা বিবি রাজি তো কয়্যা কারেগা কাজি’ হিন্দিতে এই প্রবাদ বাক্যের চল বহুকাল ধরেই। কিন্তু স্বামী স্ত্রী রাজি থাকলে কাজি তো দূরের কথা বিশ্বত্রাস করোনাও যে বিয়েতে বাধা দিতে পারে না, তা প্রমান করলেন আইআইটিয়ান অবিনাশ। প্রধানমন্ত্রীর ‘স্টে অ্যাট হোম’ আবেদন আরও একধাপ এগিয়ে ‘ওয়েডিং অ্যাট হোম’ করেছেন।
অবিনাশের বন্ধু রাহুল ত্রিবেদী এই বিয়ের ছবি দিয়ে টুইট করে দাবি করেছেন এটিই নাকি দেশের প্রথম ডিজিটাল বিয়ে।বরেলি থেকে কির্তির বাবা-মা এবং সাতনা থেকে অবিনাশের বাবা-মা যুক্ত হয়েছিল। পণ্ডিতজি মহারাষ্ট্র থেকে বিবাহ মন্ত্রটি পড়েছিলেন। পালাক্রমে এই বিয়েতে 10 টি দেশের 200 জন লোক অংশ নিয়েছিল। ভিডিও কলের মাধ্যমেই সম্পূর্ণ বিবাহ হয়েছে।
জানা যাচ্ছে, অবিনাশ মূলত মধ্য প্রদেশের সাতনার বাসিন্দা, আইআইটিআইয়ান এবং গাজিয়াবাদে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। তিনি নিজেই মাল্টিন্যাশনাল সংস্থায় কর্মরত বেরিলির বাসিন্দা কীর্তিকে জীবনসঙ্গী করবার সিদ্ধান্ত নেন। অবিনাশ এবং কের্তি একটি সম্পদের পরিবার থেকে আপত্তি ছিল না। কিন্তু বাদ সাধল করোনা। করোনার সংক্রমণের কারণে কার্যকর হওয়া লকডাউনে কিছুই সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে তিনি এই অনন্যোসাধারন বিয়ের আইডিয়া ভাবেন।
রাহুল ত্রিবেদী টুইটারে আইআইটিআইয়ের এই ডিজিটাল বিবাহের কথা পোস্ট করে বলেন যে এটি করে অবিনাশ কেবল দেশবাসীর জন্য ডিজিটাল বিবাহের পথই উন্মুক্ত করেনি, তা করে উদাহরণও স্থাপন করেছেন।
৪ঠা মে থেকে লকডাউনের তৃতীয় পর্যায় শুরু হছে আর ১৭ই মে পর্যন্ত চলবে। এবার লকডাউন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে জারি করা হয়নি। এবার স্বরাষ্ট্র মন্ত্রালয় বিস্তৃত গাইডলাইন্স জারি করেছে