বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) বিষয়ে সবথেকে প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য হল ভেন্টিলেটর (Ventilator)। এই ভেন্টিলেটর নিয়ে অটোমোবাইল কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা এক খুশির খবর নিয়ে এল। এই কোম্পানির তরফ থেকে বৃহস্পতিবার বলা হয়, তারা এমন একটি ভেন্টিলেটর বানিয়েছে যার দাম মাত্র ৭৫০০ টাকা। যার ফলে অনেক স্বল্প মূল্যে এবার থেকে ভেন্টিলেটর পাওয়া যাবে।
নতুন এই স্বল্প মূল্যের ভেন্টিলেটর সম্পর্কে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা কোম্পানির প্রধান নির্দেশক পবন গোয়েঙ্কা জানান, ‘করোনা ভাইরাসের প্রকোপের ফলে চিকিৎসা সংক্রান্ত ভেন্টিলেটর আমরা বানানোর দায়িত্ব নিয়েছিলাম। তাই আমরা অত্যন্ত স্বল্প মূল্যে এই ভেন্টিলেটর বানাতে সক্ষম হয়েছি। আমরা ইতিমধ্যেই কয়েকটি হাসপাতালে এগুলো দিতে পেরেছি। আর যদি এতে ভালো সাড়া আসে, তাহলে আমরা আরও বানাব’।
ভেন্টিলেটর ছাড়াও এই কোম্পানি ফেস মাস্ক, ফেস শিল্ডও বানাচ্ছে। কোম্পানির আধিকারিকদের বক্তব্য এখন তারা চিকিৎসক এবং পুলিশ কর্মী, যারা এই সময় লড়াকু ভাবে কাজ করে চলেছে, তাঁদের সুরক্ষা সরঞ্জাম বানানোর লক্ষে রয়েছে। এই প্রসঙ্গে ম্যানুফ্যাকচারিং বিভাগের প্রধান জানান, ‘এই সময় আমরা ফেস শিল্ড বানাচ্ছি। বিদেশের কোম্পানির থেকে শিখে আমরা এখন ফেস শিল্ড আমাদের কোম্পানিতেই বানাচ্ছি। প্রথমে আমরা ১০ হাজার করে দিনে বানাতাম। তবে এখন দেখছি চিকিৎসা কর্মী, পুলিশকর্মী এনাদের কাছে এই জিনিসের চাহিদা প্রচুর। তাই আমরা এখন দিনে ১৫ হাজার করে বানানোর লক্ষ্যে রয়েছি’।
মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা কোম্পানির আরও এক প্রধান জানান, ‘পেশাগত ভাবে আমরা সকলেই ইঞ্জিনিয়ার। আমরা গাড়ি বানাই। এটা আমাদের কাছে গর্বের বিষয়, যে এই সংকটের মুহুর্তেও আমরা ওভার নাইট কাজ করে নাগরিকদের সুরক্ষার জন্য কিছু করতে পারছি’।
এই সংকটের মুহুর্তে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা কোম্পানির কর্মচারীরা গাড়ি বানানোর বদলে ফেস মাস্ক বানাচ্ছে। কারণ দেশের এই কঠিন সময়ে তারা উপলব্ধি করেছেন যে এই সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানো উচিত। সংকটের এই মুহূর্তে তাঁদের এই অবদান সত্যিই অতুলনীয়।