বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তারা গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। কিন্তু এবারের বিশ্বকাপে (2023 ODI World Cup) তাদের পারফরম্যান্স দেখে সেটা বোঝার উপায় নেই। একমাত্র বাংলাদেশ ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচে শোচনীয় পারফরম্যান্স করেছেন ইংরেজ ক্রিকেটার। ফলস্বরূপ মাত্র এক ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের তলাতে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট টিম (England Cricket Team)। ভারতের, বিশেষ করে শেষ ম্যাচে মুম্বাইয়ের (Mumbai) মাটিতে খেলাটা যেন খুব একটা সুখবর অভিজ্ঞতা হচ্ছে না তাদের জন্য।
টুর্নামেন্টে তারা নিউজিল্যান্ডের কাছে বিশ্রী ৯ উইকেটে হার দিয়ে যাত্রা শুরু করে। এরপর এশিয়া কাপে খুবই খারাপ পারফরম্যান্স করা আফগানিস্তান তাদেরকে হারিয়ে দেয়। আর তাদের শেষ ম্যাচে মুম্বাইয়ের বাল ছেড়ে স্টেডিয়ামে ২২৯ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে বাধ্য হয় ব্রিটিশরা।
তবে নিজেদের ব্যর্থতার কথা এত তাড়াতাড়ি স্বীকার করতে রাজি নন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এ কথা ঠিক যে এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে এবং ইংল্যান্ডের পক্ষে প্রত্যাবর্তন করাটা অসম্ভব নয়। কিন্তু নিজেদের খারাপ পারফরমেন্স নিয়ে যে অজুহাতটা তারা দিলেন তা শুনলে সকলেই অবাক হবেন।
আরও পড়ুন: পাকিস্তানের এই অবস্থার জন্য ভারতীয় দল আর BCCI দায়ী! অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের
তাদের এই খারাপ পারফরম্যান্সের জন্য তারা ভারতের বিশেষ করে মুম্বাইয়ে আবহাওয়াকে দায়ী করেছে। সরাসরি এই অভিযোগ তুলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)। এই বিশ্বকাপে তার যাত্রাটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু শেষ দুই ম্যাচে বলার মত কিছু করতে পারেননি তিনি।
আরও পড়ুন: চাপে রোহিত ও কোহলি! বিশ্বকাপের মাঝেই তাদের অনেক পেছনে ফেললেন অবসর নিতে চলা এই তারকা
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি নিশ্চিতভাবেই আরও গরম এবং আরও আর্দ্র পরিবেশে খেলেছি। তবে এর আগে এরকম অসুবিধা হয়নি। এটা মনে হয়েছিল এই হাওয়ায় নিঃশ্বাস নেওয়া সম্ভব না। মনে হলো বাতাস গিলতে হচ্ছে। এটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল, দক্ষিণ আফ্রিকার ক্লাসেনেরও অসুবিধা হয়েছিল। আদিল রশিদ তার রান আপে ফিরে যাওয়ার সময় বাতাসের জন্য হাঁপাচ্ছিল।”