বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। পাকিস্তানকে টপকে নিজের গ্রূপের শীর্ষে থেকেই সুপার টুয়েলভ পর্যায়ে শেষ করেছে ভারত। এই জয়ের পর সেমিতে অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই গ্রুপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এই গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করা পাকিস্তান। ৯ই নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। তার ঠিক পরের দিন অর্থাৎ ১০ই নভেম্বর ভারত এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হবে অ্যাডিলেটে।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ড যে দুর্দান্ত পারফরম্যান্স করছে এমন নয়। আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে তাদের হারতে দেখা গিয়েছে। আবার তাদের গ্রূপের শীর্ষে শেষ করা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে নামার আগে একটা বড় খারাপ খবর ভেসে এসেছে তাদের জন্য।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ৩৫ বছর বয়সী তারকা ক্রিকেটার ডেভিড মালান এবং ইংল্যান্ড রান তাড়া করার সময় তিনি ব্যাট করেননি। তার ভারতের বিরুদ্ধে নামার সম্ভবনা কম। স্কোয়াডের একমাত্র অতিরিক্ত ব্যাটার হিসেবে ফিল সল্ট তার বদলি হিসাবে নামতে পারেন যদি ইংল্যান্ড নিজেদের ব্যাটিংয়ের বিশাল গভীরতা অক্ষুন্ন রাখতে চায়। তবে ইংল্যান্ড চাইলে ডেভিড উইলি, ক্রিস জর্ডান বা টাইমাল মিলসের মতো আরেকটি বোলিং বিকল্প দলে আনতে পারে কারণ তাদের দলের ব্যাটিং গভীরতা বিশাল।
এমনিতে সাতজন ফ্রন্ট লাইন ব্যাটার এবং অলরাউন্ডার নির্বাচন নিয়ে মাঠে নামার বিষয়টি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে সমর্থন করেছে। বাঁ-হাতি মালান টি-টোয়েন্টি বিশ্ব র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের ক্রিকেট দলের সেরা ব্যাটার হলেও এই বিশ্বকাপে তাকে সেরা ফর্মে দেখা যায়নি। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচটিতে ৩৭ বলে ৩৫ রান এখনও অবধি তার সর্বোচ্চ ছিল।
ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে দলে কোনও বড় পরিবর্তন করবে কিনা সেই নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা নেই। তবে তারা চাইলে ইংল্যান্ডের বিরুদ্ধে একজন লেগস্পিনার অর্থাৎ চাহালের কথা ভাবতে পারে। যদিও তাকে কার জায়গায় খেলানো যেতে পারে সেই নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…