১৮ রানেই শেষ হয়ে যেত পন্থের ইনিংস, মূল্য চোকাতে হল ইংল্যান্ডকে! আফসোস জস বাটলারের

বাংলা হান্ট ডেস্কঃ ঋষভ পন্থ (Rishabh Pant) এমনই একজন বিস্ফোরক ব্যাটসম্যান যাকে প্রতিপক্ষ দল কখনোই জীবনদানের সুযোগ দিতে চায় না। প্রতিটি দলই জানে যে পন্থ যদি ক্রিজে থাকেন, তবে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু ইংল্যান্ডের (England National Cricket Team) বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ব্রিটিশ দলের অধিনায়ক (Captain) জস বাটলার (Jos Buttler) পন্থকে জীবনদান দিয়ে সবচেয়ে বড় ভুল করেন, আর তার পুরো সুযোগটা নেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ম্যানচেস্টার ওয়ানডেতে জীবনদান পাওয়ার পর সেঞ্চুরি হাঁকিয়ে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন পন্থ। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে ২৬০ রানের টার্গেট রেখেছিল, এই স্কোর ঋষভ পন্থের ১২৫ রানের অপরাজিত ইনিংসের সামনে ফিকে হয়ে যায়।

ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার স্বীকার করেন যে, পন্থকে জীবনদান দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। এর সাথে তিনি আরও বলেছেন যে তিনি অবশ্যই একজন অভিজ্ঞ ক্রিকেটার তবে একজন তরুণ অধিনায়ক। উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বে অভিষেকে প্রথম দুটি সিরিজ হেরেছেন বাটলার।

ম্যাচের পর বাটলার বলেন, ‘আমাদের রান কম ছিল। বল নিয়ে আমাদের একটা ভালো শুরু দরকার ছিল, তেমন পেয়েও গিয়েছিলাম আমরা। আমাদের খেলোয়াড়রা সুযোগ তৈরি করেছিল, কিন্তু ভারতের দুইজন খেলোয়াড় আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নেয়। আপনি যখন খেলোয়াড়কে সুযোগ দেবেন (পন্থক্যা স্টাম্প আউট করতে না পারার বিষয়ে ) তখন সে আপনাকে বিরক্ত করবে। হার্দিকও অর্ধেক সুযোগ দিয়েছিল। আমরা যে স্কোর করেছি, আমাদের সব সুযোগ কাজে লাগাতে হত। আমি একজন অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু একজন তরুণ অধিনায়ক। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আদিল রশিদের দলে ফেরার, কারণ সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

buttler

ঘটনাটি ঘটে ১৬ তম ওভারে যখন ডানহাতি অফ স্পিনার মঈন আলি বোলিং করছিলেন। যখন কোনও স্পিনার বল করেন, তখন পন্থ প্রলুব্ধ হয়ে স্টেপ আউট করে বড় শট খেলার চেষ্টা করেন। তিনি মঈন আলির বিপক্ষেও একই কাজ করেছিলেন, কিন্তু বল তার ব্যাটে লাগেনি এবং তিনি বিট হয়েছিলেন। বল সোজা বাটলারের কাছে গেলেও উইকেটের পেছনে বল ধরতে পারেননি ইংলিশ অধিনায়ক। বাটলার যদি বল ক্যাচ করে পন্থকে স্টাম্পড করতেন, তাহলে মাত্র ১৮ রানেই শেষ হয়ে যেত পন্থের ইনিংস।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর