বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজেদের গড়া বিশ্বরেকর্ড নিজেরাই ভাঙলো ইংল্যান্ডের একদিনের দল। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইয়ন মরগ্যানের ইংল্যান্ড। তাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে একদিনের ক্রিকেটে দলগত সর্বোচ্চ রানের ইতিহাস তৈরী করলো তারা। তিনজনের শতরানের দৌলতে তাদের স্কোর ৫০ ওভারের পর দাঁড়িয়েছে ৪৯৮ রান।
প্রথমে ব্যাট করে জেসন রয়কে দ্রুত হারাতে হলেও ফিলিপ সল্ট, ডেভিড মালান, জস বাটলারের ঝোড়ো শতরানের দৌলতে রানের পাহাড়ে চড়ে ইংল্যান্ড। মাঝে ইয়ন মরগ্যানকে ০ রানে খোয়াতে হলেও শেষদিকে লিয়াম লিভিংস্টোনের ২২ বলে ৬৬ রানের ইনিংসের দৌলতে বোর্ডে ৪৯৮ রান তোলে।
Incredible.
We break our own World Record with a score of 4️⃣9️⃣8️⃣
🇳🇱 #NEDvENG 🏴 pic.twitter.com/oWtcfh2nsv
— England Cricket (@englandcricket) June 17, 2022
ওপেন করতে নামা ফিলিপ সল্ট ৯৩ বলে ১২২ রানের ইনিংস খেলেন যাতে সামিল ছিল ১৪টি চার এবং ৩টি ছক্কা। তিন নম্বরে নামা ডেভিড মালান ১০৯ বলে ১২৫ রানের ধৈর্যশীল একটি ইনিংস খেলেন যাতে সামিল ছিল ৯টি চার ও ৩টি ছয়। স্ট্রাইক রেট ১০০-এর উপরে থাকলেও তিনি মূলত অ্যাঙ্কারের কাজ করেছেন।
আসল বিধ্বংসী ইনিংসটি খেলেছেন জস বাটলার। ৭০ বল খেলে ২৩১-এর স্ট্রাইক রেটে ১৬২ টি রান করেছেন তিনি। আইপিএলের ফর্ম জাতীয় দলেও ধরে রেখেছেন তিনি। মেরেছেন মোট ৭টি চার ১৪ টি ছক্কা। এরফলে নিজেদের গড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮১ রানের সর্বোচ্চ দলগত ব্যক্তিগত স্কোরের রেকর্ড নিজেরাই ভাঙলেন তারা।