বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড একটি দুর্দান্ত অফার এনেছিল পাকিস্তান এবং ভারতীয় ক্রিকেট দলের সামনে যা শুনলে দুই দেশের ক্রিকেটপ্রেমী সমর্থকরাই খুব উত্তেজিত হয়ে উঠবেন।তারা প্রস্তাব রেখেছিল যে যদি দুই প্রতিবেশী দেশ সম্মত থাকে তাহলে তারা তাদের দেশে একটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন করতে পারে।
২০০৭ সালের পর থেকে বৃহত্তম ফরম্যাটে দুই দেশ একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি। বলাই বাহুল্য প্রস্তাবটি অত্যন্ত লোভনীয় ছিল এবং ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই সম্ভাবনার কথা সত্যি হতে পারে এমনটা ভেবে খুবই আনন্দিত ছিলেন। কিন্তু তাদের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে এমন কিছু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
ব্রিটেনের দৈনিক সংবাদপত্র টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছিল যে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মার্টিন ডার্লো, সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিল টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন। অনেকেই হয়তো জানেন যে এইমুহূর্তে পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর সফল করতে গিয়েছে ইংল্যান্ড এবং তারা বর্তমানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে।
তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছিল যদি দুই দেশের ক্রিকেট বোর্ড সম্মত হয় তাহলে ইংল্যান্ডের মাঠে তিনটি টেস্ট ম্যাচের একটি সিরিজ আয়োজন করা সম্ভব করতে পারে ইসিবি। বলাই বাহুল্য নিজেদের বিজ্ঞাপনী লাভের জন্যই এই উদ্যোগ নিয়েছিল তারা। বিসিসিআইয়ের এক কর্তা বিষয়টিকে হেসেই উড়িয়ে দিয়েছে।
সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, “প্রথমত ইসিবি শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে কথা বলে একটি ইন্দো-পাক সিরিজ আয়োজন করবে ব্যাপারটা খুবই অদ্ভুত। তবে যাই হোক না কেন, এই মুহূর্তে বিসিসিআই পাকিস্তানের সঙ্গে কোনো রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দেবে না। আমাদের এই ব্যাপারে মতামত আগের মতই পরিষ্কার আছে আমরা পাকিস্তানের বিরুদ্ধে তখনই খেলব যখন সেই ম্যাচটা একটা বহুদলীয় টুর্নামেন্টের অংশ হবে।”