ফাইনাল ম্যাচে নামার আগে বড়সড় শাস্তি পেল ইংল্যান্ড, কাটা গেল ম্যাচ ফি

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে ভারতের কাছে আট উইকেটে হেরে যায় ইংল্যান্ড। ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। তবে ম্যাচ হারার সাথে সাথে আরও একটি খারাপ খবর ইংল্যান্ডের জন্য। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ধীরগতিতে বোলিং করার জন্য বড়সড় জরিমানা করা হল ইংল্যান্ড দলকে।

শুক্রবার আইসিসির তরফ থেকে সরকারিভাবে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে মন্থর গতিতে বোলিং করার জন্য ইংল্যান্ড দলের ম্যাচ ফি-র 20 শতাংশ কেটে নেওয়া হল। যে নির্ধারিত সময়ের মধ্যে কুড়ি ওভার সম্পূর্ণ করার কথা ছিল ইংল্যান্ড দল তার থেকে বেশি সময় নিয়েছে। যার ফলে আইসিসির নিয়ম 2.22 ধারা লংঘন করেছে ইংল্যান্ড।

1616171429 pan 7660 1

মাঠে থাকা দুই ফিল্ড আম্পায়ার নীতিন মেনন এবং কে এন অনন্তপদ্মনাভন এবং তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শৰ্মা ইয়ন মর্গ্যানদের বিরুদ্ধে মন্থর গতিতে বোলিং করার অভিযোগ জানিয়েছেন। তবে এই অভিযোগের ভিত্তিতে নিজেদের দোষ স্বীকার করে নেয় ইংরেজি অধিনায়ক ইয়ন মর্গ্যান। যার ফলে সরকারি ভাবে আর কোন শুনানি করার প্রয়োজন পড়ে নি।


Udayan Biswas

সম্পর্কিত খবর