এই মুহূর্তে করোনা ভাইরাস আতঙ্কে জর্জরিত হয়ে রয়েছে পুরো বিশ্ব। এবার সমগ্র বিশ্বের মধ্যে বিস্তার করতে শুরু করেছে করোনা ভাইরাস, যার প্রভাব পড়েছে ক্রিড়া মহলে। একের পর এক টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেক টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হচ্ছে। এমনকি অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতাতেও প্রভাব পড়েছে করোনা ভাইরাসের। আর এবার করোনা ভাইরাস এর প্রভাব পড়ল ক্রিকেটে।
কয়েক দিন পরেই ইংল্যান্ড বনাম শ্রীলংকা টেস্ট সিরিজ রয়েছে। এই সিরিজে নিজেদের ক্রিকেটারদের করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে এই ছোঁয়াচে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে স্পর্শের মাধ্যমে। আর সেই কারণে এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে শুভেচ্ছা বিনিময় করার সময় হ্যান্ডশেক করবেন না, এর মাধ্যমে তারা নিজেদের ক্রিকেটারদের করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা করতে চাইছে। হ্যান্ডশেকের পরিবর্তে তারা নিজেদের মধ্যে ‘ফিস্ট বাম্প’ করবেন।
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট জানিয়েছেন আমাদের দলের মেডিকেল টিম পরামর্শ দিয়েছে করোনা ভাইরাস ছাড়াও যে কোন প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ রোগের হাত থেকে বাঁচার জন্য এবার থেকে আমরা মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী আর হ্যান্ডশেক করব না, তার পরিবর্তে আমরা ‘ফিস্ট বাম্প’ করব। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আমরা এই নিয়ম শুরু করে দিয়েছি। এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই ধরনের সিদ্ধান্তে কোন রকম ভুল নেই বলে মনে করা হচ্ছে।