নিলামে ইংল্যান্ডের ক্রিকেটারদের পেছনে খোলামকুচির মতো টাকা খরচ করলো IPL ফ্র্যাঞ্চাইজিগুলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল কোচিতে অনুষ্ঠিত নিলামে যখন স্যাম ক্যারানকে আরসিবি ও রাজস্থান রয়‍্যালসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস, তখন তৈরি হয়েছিল ইতিহাস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে পাঞ্জাবে যান গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক। তাকে ১৮.৫০ কোটি টাকায় দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ক্যারানের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের আরেক বড় নায়ক বেন স্টোকস ১৬.২৫ কোটির টাকার বিনিময়ে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দলের অংশ হয়েছেন। এর আগেও ধোনির অধিনায়কত্বে খেলেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তবে তখন তারা খেলতেন রাইজিং পুনে সুপারজায়ান্টসদের হয়ে।

এবারের আইপিএলের মিনি অকশনে দামের দিক দিয়ে শীর্ষ তিন খেলোয়াড়ের মধ্যে দুজনই হলেন ব্রিটিশ ক্রিকেটার। অপরজন হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, যিনি ১৭.৫০ কোটি টাকার বিনিময়ে যোগ দিয়েছেন রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্সে। তার এবং সূর্যকুমার যাদবের থাকার কারণে মুম্বাইয়ের মিডিল অর্ডার অনেকটাই শক্তিশালী হয়ে গেল।

এছাড়া নিজের বেস প্রাইজ ১ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের তারকা ওপেনিং ব্যাটার এবং পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল নিলামে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার হয়েছেন এবং ইংল্যান্ডের নতুন তারকা হ্যারি ব্রুকসের (১৩.২৫ কোটি টাকা) সাথে তিনি সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের অংশ হয়েছেন ৮.২৫ কোটি টাকার বিনিময়ে।

পরিসংখ্যান বলছে এই নিলামে ইংল্যান্ডের ক্রিকেটারদের মোট মূল্য ছাড়িয়ে গিয়েছে ভারতীয় ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মূল্যকেও, যা আগে কোনও আইপিএল অকশনে দেখা যায়নি।

২০২৩ মিনি অকশনে নির্দিষ্ট দেশের ক্রিকেটারদের সবচেয়ে বেশি মূল্যের তালিকা:

  • ইংল্যান্ড: ৫৬.৪ কোটি টাকা
  • ভারত: ৪১.৪৫ কোটি টাকা
  • ওয়েস্ট ইন্ডিজ: ২৩.৭৫ কোটি টাকা
  • অস্ট্রেলিয়া: ২১.২৫ কোটি টাকা
  • দক্ষিণ আফ্রিকা: ১০.৫৫ কোটি টাকা
Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর