বাংলা হান্ট ডেস্কঃ চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে চলছে ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ (India vs england 2nd test)। প্রথম টেস্ট ম্যাচ হারের ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিরিজে টিকে থাকতে হলে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে এই টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার শুভমান গিলকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে চেতেশ্বর পুজারা এবং রোহিত শর্মা জুটি ভারতকে চাপমুক্ত করে। এছাড়াও অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে ফেরত যায় এরফলে ফের চাপ সৃষ্টি হয় ভারতের উপর। তবে রোহিত শর্মার 161 রান এবং রাহানের 67 রানে ভর করে 329 রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
INNINGS BREAK! #TeamIndia take a 195-run lead after bowling out England for 134 in the 2nd @Paytm #INDvENG Test!
5⃣ wickets for @ashwinravi99
2⃣ wickets each for @ImIshant & @akshar2026
1⃣ wickets for Mohammed SirajScorecard 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/eGApzbHf1V
— BCCI (@BCCI) February 14, 2021
জবাবে ব্যাট করতে নামলে শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে রাখে ভারতীয় বোলাররা। নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের উইকেট পড়তে থাকে যার চাপ সামলাতে পারেনি ইংল্যান্ডের তাবড় তাবড় ব্যাটসম্যানরাও। গত ম্যাচে ডবল সেঞ্চুরি করা ইংল্যান্ডের অধিনায়ক ফিরে যান মাত্র 6 রান করে। মাত্র 134 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন পাঁচটি উইকেট, ইশান্ত শর্মা এবং অক্ষর প্যাটেল নিয়েছেন দুটি করে উইকেট, মহম্মদ সিরাজ নিয়েছেন একটি উইকেট। প্রথম ইনিংসে ভারতের থেকে 195 রানে পিছিয়ে যায় ইংল্যান্ড। ইতিমধ্যেই ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে পড়েছে।