বাংলা হান্ট ডেস্ক: অপ্রতিরোধ্য ভারতের (India) কাছে রীতিমতো ধূলিসাৎ হল ইংল্যান্ড (England)। ভারত-ইংল্যান্ডের মধ্যে চলা তৃতীয় টেস্টের ফলাফল অন্তত সেটাই বলছে। রাজকোটে চলা তৃতীয় টেস্ট ম্যাচে ভারতের কাছে ইংল্যান্ড ৪৩৪ রানে পরাজিত হয়েছে। আর তার সাথেই তৈরি হয়েছে বড় নজির। এখনও পর্যন্ত রানের পার্থক্যের নিরিখে এটাই ভারতের সবথেকে বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২১ সালে ওয়াংখেড়েতে ভারত নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারায়। তারও আগে ২০১৫ সালে দিল্লিতে ভারত ৩৩৭ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে।
তবে, আজকের এই ফলাফল ছাপিয়ে গিয়েছে সমস্ত নজির। উল্লেখ্য যে, টিম ইন্ডিয়া তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছিল। এদিকে, ইংল্যান্ডের প্রথম ইনিংস সীমাবদ্ধ ছিল ৩১৯ রানে। পাশাপাশি, ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩০ রান করে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে।
এমতাবস্থায়, ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৫৫৭ রান। তার জবাবে খেলতে নেমে ব্রিটিশদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। আর এইভাবেই তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। উল্লেখ্য যে, মার্ক উড ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটারই ২০-র অঙ্ক ছুঁতে পারেননি। ১৫ বলে ৩৩ রান করেন উড।
আরও পড়ুন: WhatsApp-কে টেক্কা! ঝড় তুলতে আসছে দেশীয় মেসেজিং অ্যাপ Samvad, গ্রিন সিগন্যাল দিল DRDO
এদিকে, ভারতের হয়ে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন “স্যার জাদেজা”। ভারতের হয়ে ৫ টি উইকেট নেন তিনি। এছাড়া ২ টি উইকেট পান কুলদীপ। পাশাপাশি, একটি করে উইকেট পান বুমরাহ ও অশ্বিন। এদিকে, সামগ্রিক ফলাফলের নিরিখে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা ৫ ম্যাচের এই টেস্ট সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! এবার আরও সহজে পৌঁছে যান উত্তরবঙ্গ, কেটে গেল দীর্ঘদিনের জট
উল্লেখ্য যে, এই সিরিজের প্রথম টেস্টে হায়দ্রাবাদে ইংল্যান্ড জিতেছিল। তবে, দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে জয়লাভ করে ভারত। সেই রেশ অব্যাহত থাকল তৃতীয় টেস্টেও। পাশাপাশি, এই সিরিজের চতুর্থ টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে সম্পন্ন হবে।