পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধেই টেস্ট ফরম্যাটে T-20 খেললেন ইংল্যান্ডের ওপেনাররা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের মাটিতে এইমুহূর্তে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। আজ থেকে প্রথম ম্যাচ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নেমেছেন বেন স্টোকসরা। গতকাল আতংক তৈরি হয়েছিল ইংল্যান্ড স্কোয়াডকে নিয়ে কারণ অনেকেই এক অজানা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত যাবতীয় আশঙ্কা কাটিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছে ইংল্যান্ড।

প্রত্যাশা অনুযায়ী আজ ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ক্রিকেটে দুরন্ত অলরাউন্ড পারফর্ম করা লিয়াম লিভিংস্টোন টেস্ট ম্যাচে অভিষেক ঘটিয়েছেন। অভিষেক ঘটিয়েছেন উইল জ্যাকস-ও। বাদ পড়েছেন বেন ফোক্স।

পাকিস্তানের দলে ছিল আরও বড় কিছু চমক। একসঙ্গে চার তারকার টেস্ট ডেভিল হয়েছে আজ পাকিস্তানের হয়ে। এই চারজন পাকিস্তানি ক্রিকেটার হলেন হ্যারিস রউফ, সাউদ শাকিল, মহম্মদ আলী এবং জাহিদ মাহমুদ। তবে আজকে টসে হেরে গিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতে রাওয়ালপিন্ডির পাটা পিচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

তার সেই সিদ্ধান্তকে চূড়ান্ত সফল প্রমাণ করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ২০০১ সালে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে ১৩.২ ওভারে ১০০ রানের গন্ডি ছুঁয়ে টেস্ট ফরম্যাটে দ্রুততম টিম শতরান করার রেকর্ড গড়েছিলেন। অল্পের জন্য আজ সেই রেকর্ড ভাঙতে ব্যর্থ হলেন ইংল্যান্ড ওপেনাররা।

কিন্তু সকলেই জানেন ২০০১ সালে বিশেষ করে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেট দলকে কতটা গুরুত্ব দেওয়া যায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যখন ১৩.৪ ওভারেই নাসিম শাহ, হ্যারিস রাউফদের বিরুদ্ধে কোনও উইকেট না খুঁইয়ে ১০০ রান তুলে ফেললেন ইংল্যান্ডের ওপেনাররা, তখন সেই কৃতিত্ব অনেকটাই বেশি সেই শ্রীলঙ্কা দলের থেকে। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের স্কোর ২৭ ওভারে কোনও উইকেট না খাইয়ে ১৭৪। ৯১ রানে অপরাজিত ক্রলি এবং ৭৭ রানে অপরাজিত ডাকেট।

Reetabrata Deb

সম্পর্কিত খবর