একদিন আগেও নিয়েছেন ৩টি উইকেট, জন্মদিনের দু সপ্তাহ আগেই প্রয়াত ২০ বছরের স্পিনার

বাংলা হান্ট ডেস্ক: জোশ অলিভার বেকার (Josh Baker),একজন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার,একদিন আগে যিনি মাঠে উইকেট নিয়েছিলেন, হঠাৎ করেই মারা গেলেন পরদিন ২রা মে। এই ঘটনাটিতে দুঃখিত হয়ে পড়েছে ইংল্যান্ড এর সাথে সমস্ত ক্রিকেট জগতের মানুষ। এমন একটি প্রতিভা শেষ হয়ে গেল মাত্র ২০ বছর বয়সে। বেকারের একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে তিনি একদিন আগে তার দলের হয়ে তিনটি উইকেট নেন। বেকারের মৃত্যুতে ক্রিকেট জগতে শোকের ছায়া নেমে এসেছে। যারা তাকে চিনতেন তারা শোকাহত হয়েছেন এবং জোস বেকারের মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না।

জোশ বেকারের মৃত্যুর খবর দিয়েছে ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাব। মিডিয়া রিলিজ অনুসারে জানা যায়, ২০ বছর বয়সি এই খেলোয়াড় আর এই পৃথিবীতে নেই, তবে ক্লাব এখনও বেকারের মৃত্যুর কারণ প্রকাশ করেনি। এই খেলোয়াড়ের জন্ম ১৬ মে ২০০৩ সালে ওরচেস্টারশায়ারে হয়েছিল। কিন্তু জন্মদিনের আগেই প্রিয় ক্রিকেট, মাঠ ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি দিলেন তিনি।

ওরচেস্টারশায়ার দলের বাঁ হাতি স্পিনার ছিলেন জোশ বেকার। তিনি ২০২১ সালে মাত্র ১৭ বছর বয়সে তার প্রথম চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তিনি ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩টি উইকেট নেন এবং পরবর্তী ২৫টি ম্যাচে ২৭টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: ভোটে দাঁড়াচ্ছেন না সোনিয়া, রায়বেরলির প্রার্থী রাহুল! আমেঠিতে কী জামাইবাবু? বড় ঘোষণা কংগ্রেসের

রেডডিচে জন্মগ্রহণকারী বেকার নিউ রোডে প্রথম ক্রিকেট খেলা শুরু করেন এবং সেখান থেকেই উঠে এসে অনূর্ধ্ব-১৯ স্তরে ইংল্যান্ডের হয়েও খেলেছেন তিনি। ভালো বোলার হওয়ার পাশাপাশি বেকার ব্যাটিংয়েও ভালো ছিলেন। গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে কেরিয়ারের সেরা ৭৫ রানের ইনিংস সহ তিনি দুটি হাফ সেঞ্চুরি করেন। ২০২৩ সালের জুলাইয়ে তিনি এই ইনিংসটি খেলেছিলেন। একই সময়ে, হেডিংলিতে ইয়র্কশায়ারের বিরুদ্ধে ফাইনালে তিনি কিছু গুরুত্বপূর্ণ রান করেন যা তাঁর ক্লাবে তার সন্মান বাড়িয়ে দেয়।

আরও পড়ুন:রচনা ভোটে দাঁড়াতেই শেষ হচ্ছে Didi No 1! জি বাংলায় নতুন শো নিয়ে আসছেন গৌরব-ঋদ্ধিমা

ec7fb440 089b 11ef 8694 ab18c6210c8b

জোশ বেকারের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ২০২২ সালের মে মাসে এসেছিল। তখন ১৮ বছর বয়সি বেকার তার নয় তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছিলেন। এখানে তিনি নবনিযুক্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের মুখোমুখি হন। স্টোকস বেকারের এক ওভারে পাঁচটি ছক্কা ও একটি চার রান করে মোট ৩৪ রান করেন। ওই ম্যাচে ৮৮ বলে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচের পর বেকারকে হোয়াটসঅ্যাপ করেছিলেন স্টোকস। স্টোকস লেখেন যে ,’একটা ম্যাচ কখনো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।আপনার মধ্যে প্রতিভা আছে এবং আপনি জীবনে অনেক দূর যাবেন’।

আরও পড়ুন:দক্ষিণবঙ্গে টানা ৩ দিন ঝমঝমিয়ে বৃষ্টি, তাপমাত্রা কমবে এই জেলাগুলিতে! সুখবর দিল আবহাওয়া দফতর

ওরচেস্টারশায়ারের চিফ এক্সিকিউটিভ অ্যাশলে জাইলসও এই খবরে মর্মাহত এবং জানান, ‘তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’ প্রাক্তন এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমাদের কাছে তিনি একজন খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি আমাদের ক্রিকেট পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা তাকে খুব মিস করব।’ জাইলস জানান যে, ‘ জোশের পরিবার এবং তার বন্ধুদের সঙ্গে আমাদের পূর্ণ সহানুভূতি রইলো ‘।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর