ম্যানচেস্টারে বাতিল হল ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচ! না খেলেও ম্যাচে জয়ী ব্রিটিশরা

বাংলা হান্ট ডেস্কঃ ভারত আর ইংল্যান্ডের মধ্যে শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ বাতিলের ঘোষণা হয়েছে। প্রথমে ইংল্যান্ডের বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল যে, ম্যানচেস্টারে শুক্রবার থেকে শুরু হওয়া পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিন বাতিল করা হয়েছে।

কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে, গোটা খেলাই বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার ফিজিও যোগেশ পরমার করোনায় আক্রান্ত হওয়ার পড় থেকেই এই ম্যাচ নিয়ে আশঙ্কা দেখা গিয়েছিল।

যদি এই টেস্ট ম্যাচে ভারত জয়ী হত বা ড্র হয়ে যেত, তাহলে ভারত সিরিজ জয়ী ঘোষণা হত। কিন্তু তেমনটা হল না। সিরিজ ২-২ বরাবর করা হয়েছে। এর মানে এই যে, শেষ ম্যাচ না খেলেও ইংল্যান্ড জয়ী।

শোনা যাচ্ছে যে, করোনার কারণে ভারতীয় টিম খেলবে না বলে জানিয়েছে। আর এই কারণেই ইংল্যান্ড ওয়াকওভার পেয়ে এই ম্যাচে জয় হাসিল করে নিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর