পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো স্টোকসের ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের মাটিতে ইতিহাস তৈরি করলো ইংল্যান্ড। রাওয়ালপিন্ডি এবং মুলতানের পর করাচিতে তৃতীয় টেস্ট ম্যাচ জিতে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বেন স্টোকসের দল। রুটের অধিনায়কত্বের শেষ অন্ধকার সময়টা কাটিয়ে ব্র‍্যান্ডন ম্যাককালাম কোচ এবং বেন স্টোকস অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে তারা যেন টেস্ট ক্রিকেটে বিশ্বকে শাসন করবেন এমনটা পণ করে মাঠে নামছেন।

দ্বিতীয় ইনিংসে বাবর আজমের অর্ধশতরানের পরে পাকিস্তান শেষ ৭ উইকেট খুইয়েছিল মাত্র ৫২ রানে। ইংল্যান্ডের সামনে তারা মাত্র ১৬৭ রানের লক্ষ্য রেখেছিল জয়ের জন্য। তারপর ওডিআই ম্যাচের ঢঙয়ে ব্যাট করে মাত্র ১৬৯ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৭৮ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন ওপেনার বেন ডাকেট।

এই লজ্জাজনক ঘরের মাঠে সিরিজ হারের পর ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তৃতীয় টেস্টের তৃতীয় ইনিংসে বাবর এবং নবাগত সাউদ শাকিল ছাড়া আর কেউই ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ইংল্যান্ডের তরুণ স্পিনার রেহান আহমেদের লেগ স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন অনেকে। ৫ উইকেট নিয়েছেন তিনি।

এই সিরিজে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় পাওনা হলো হ্যারি ব্রুকস। তিনি এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করার সুযোগ না পেলেও প্রথম ইনিংসে শতরান করে ইংল্যান্ডের লিড পাওয়ার ব্যাপারে বড় ভূমিকা রেখেছিলেন।

harry brooks

আর শুধু করাচি টেস্টেই নয়, সিরিজের বাকি দুটি ম্যাচেও অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো এখনও তাদের মধ্যে অত্যন্ত মুশকিল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর