বাংলা হান্ট ডেস্কঃ করোনা (Corona Virus) আবহ কাটিয়ে প্রায় ছয় মাস পর মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। মাঠে ফিরেই প্রথমে ইংল্যান্ড সফরে এসেছিলেন অজিরা। করোনার পর মাঠে ফিরে প্রথম সিরিজেই হারতে হল অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হল ফিঞ্চদের।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নির্ধারিত 20 ওভার শেষে 157 রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে 18.5 ওভারে হাতে ছয় উইকেটে রেখেই প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড ক্রিকেট দল। এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। এই ম্যাচে 54 বলে 77 রানের বিধ্বংসী ইনিংস খেলেন জস বাটলার। এছাড়াও ইংল্যান্ডের অপর ব্যাটসম্যান ডেভিড মালান করেন 32 বলে 42 রান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটের উপর ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও জিতে নিল ইংল্যান্ড, সেই সাথে সিরিজও জেতা হয়ে গেল ইয়ন মর্গ্যানের।
এইদিন ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ইংল্যান্ডের বোলাররা। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে শূন্য রানে আউট করে দেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। আর এই ধাক্কা কাটিয়ে ওঠে বড় করতে পারেনি অজিরা। অজি অধিনায়ক ফিঞ্চ কিছুটা চেষ্টা করলেও দলকে বড় রানে পৌঁছাতে পারেনি। শেষের দিকে এসে মার্কাস স্টোয়নিস দলের স্কোর বোর্ডে কিছু রান যোগ করেন।