“ভারতের রোনাল্ডো”, এই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড়, নির্বাচকদের দিলেন পরামর্শ

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে, এই টুর্নামেন্টের ২০২৫-এর জন্য স্কোয়াড পরিবর্তনের শেষ তারিখ এসে গেছে। তবে, ভারতের (Team India) তারকা বোলার জসপ্রীত বুমরাহের ফিটনেস নিয়ে এখনও কোনও সুখবর সামনে আসেনি। অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টে চোটের শিকার হন বুমরাহ। যার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ তিনি খেলতে পারেননি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে (Team India) থাকবেন বুমরাহ?

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও বুমরাহের চোট নিয়ে এখনও কোনও সঠিক আপডেট মেলনি। তবে, বুমরাহকে নিয়ে টিম ইন্ডিয়ার (Team India) ম্যানেজমেন্টকে দারুণ পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার স্টিভ হারমিসন।

England's legendary cricketer praised this player of Team India.

করেছেন রোনাল্ডোর সাথে তুলনা: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বুমরাহকে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে তুলনা করেছেন হারমিসন। তিনি বলেন, “চোটের কারণে বুমরাহ আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লে সেটা হবে রোনাল্ডো ছাড়া ফিফা বিশ্বকাপের মতো।” জানিয়ে রাখি যে, বর্তমানে, বুমরাহ NCA-তে রয়েছেন। এদিকে, BCCI কয়েক শীঘ্রই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিবর্তন ঘোষণা করতে পারে। এমতাবস্থায়, হারমিসন জোর দিয়েছিলেন যে নকআউট রাউন্ডে ফিরে আসার আশায় শেষ সম্ভাব্য মুহূর্ত পর্যন্ত ভারতের (India) উচিত বুমরাহকে দলে রাখা।

আরও পড়ুন: আর নেই উপায়! গৌতম আদানির কাছে এবার “বড় আবদার” বাংলাদেশের

কি জানিয়েছেন হারমিসন: টকস্পোর্ট ক্রিকেটে কথা বলতে গিয়ে হার্মিসন বলেন, “তিনি জাসপ্রীত বুমরাহ। আমার মতে, কখনোই জসপ্রীত বুমরাহর জায়গা কেউ নিতে পারবে না। তিনি বিশ্বের সেরা। ভারতীয় দৃষ্টিকোণ থেকে আমি এটাই বিশ্বাস করি। এটা অনেকটা সেরা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ফুটবল বিশ্বকাপে যাওয়ার মতো বিষয়।”

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই….রাখঢাক না রেখে এবার বড় ঘোষণা ইউনূসের, ফের চর্চায় বাংলাদেশ

ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত আশা থাকবে: তিনি আরও বলেছেন, “পনেরো বছর আগে কেউ রোনাল্ডোর স্থলাভিষিক্ত হতেন না। আমি মনে করি ভারত (India) বুমরাহকে নিয়েও তাই করবে। এটি একটি ১৪ সদস্যের দল। গ্রুপ গেমে এগিয়ে যাওয়ার জন্য এটাই আমার জন্য যথেষ্ট। তিনি ফিট না থাকলে তাঁর পরিবর্ত আনা হবে। তবে তিনি জসপ্রীত বুমরাহ।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর