বাংলার পর এবার ইংরেজি! বইমেলায় প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর ১১৩ তম বই

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পর এবার ইংরেজিতে পা! ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair ) ইংরেজিতে প্রকাশিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘কবিতা বিতান’ (Kobita Bitan) বইটি। শুধু তাই নয়, কবিতা বিতানের পাশাপাশি এবারের বইমেলায় থাকছে ছোটদের জন্য লেখা বই, পাশাপাশি সমকালীন ইস্যুর উপর রাজনৈতিক প্রবন্ধের একাধিক পুস্তক প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নিজের লেখা ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য পূর্বে বাংলা আকাদেমি পুরষ্কার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জনপ্রিয়তাকেই দ্বিগুন করতে ‘কবিতা বিতান’ বইটি এবারের বইমেলায় প্রকাশিত হবে ইংরেজিতে। আপনাদের জানিয়ে রাখি, এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থিম কান্ট্রি স্পেন। সেইমতই চলছে তোড়জোড়।

চলতি সপ্তাহের মঙ্গলবার দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সেই বৈঠকে হাজির ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ। এদিন সাংবাদিক সম্মেলনে গিল্ড কর্তা ত্রিদিববাবু জানান, ‘এই বছর কবিতা বিতানের ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে। কাজ চলছে এটুকু আমি জানি। আশা করছি বেরোবে।’ এদিকে অপর গিল্ড কর্তা সুধাংশু দে বলেন, ‘বইমেলা হলেই তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) নতুন বই বের হয়। এই বছরও বেশ কিছু বই প্রকাশিত হবে। তবে মোট সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এমনিতেও আজ পর্যন্ত তাঁর ১১২টি বই প্রকাশিত হয়েছে। এই বছর আরও কিছু বই যুক্ত হবে।’

পূর্বেই নিজের লেখা কবিতা বিতানের জন্য বাংলা আকাদেমি পুরস্কারে অলংকৃত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে এই পুরুস্কার তুলে দেয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের । সেই কাব্যগ্রন্থই বাংলার পাশাপাশি আসতে চলেছে ইংরেজিতে। উল্লেখ্য, ২৩ এর আগামী ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে বসতে চলেছে আন্তর্জাতিক বইমেলার জমজমাট আসর। জানা গিয়েছে, এ বছরের কলকাতা বইমেলায় বাংলাদেশ থেকে যোগদান করবেন মোট ৭১ জন প্রকাশকযোগ দেবেন। বাংলাদেশের জন্য থাকছে আলাদা প্যাভিলিয়ন।

cm

অন্যদিকে, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন, এবারের বইমেলায় স্পেনের প্যাভিলিয়ন হবে একেবারেই অভিনব এবং ভিন্ন। সেইমত তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব প্যাভিলিয়ন । পাশাপাশি এই সুবাদে স্পেন থেকে প্রচুর সাহিত্যিক ও প্রকাশক পা রাখতে চলেছেন কলকাতার মাটিতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর