১৬৪৩ কিমি জুড়ে সীমান্তে বসবে কাঁটাতার! ভারত সরকারের এই সিদ্ধান্তে চাপে পড়শিদেশ

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে মায়ানমারের জঙ্গিরা। তার সাথে রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। এই সমস্যা সমাধানের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার জানান, ভারত-মায়ানমার সীমান্তের ১৬৪৩ কিলোমিটার অংশে বসানো হবে বেড়া। এরফলে বাড়বে সীমান্তের নিরাপত্তা। অসম পুলিশের একটি অনুষ্ঠানে কিছুদিন আগে  অমিত শাহ এই ইঙ্গিত দিয়েছিলেন।

অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, মোদী সরকার সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত মায়ানমারের সীমান্তে ১৬৪৩ কিলোমিটার অংশে দেওয়া হবে বেড়া। সীমান্তে চালানো হবে নজরদারি। তারের বেড়া দেওয়া হয়েছে মণিপুর সীমান্তের ১০ কিলোমিটার এলাকায়। শীঘ্রই আরো ২০ কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শুরু হবে।

   

untitled 2 1707275295

পাশাপাশি দুটি পাইলট প্রজেক্ট শুরু করা হচ্ছে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার জন্য। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারকে আর্জি জানান, অনুপ্রবেশ রুখতে ভারত-মায়ানমার সীমান্তে বেড়া বসাতে। মনিপুরের সাথে  ৩৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে মায়ানমারের। তার মধ্যে বেড়া দেওয়া হয়েছে দশ শতাংশ অংশে।

আরোও পড়ুন : ভারতের ‘বিস্ময়’ এই কৃষক পুত্র! ১৩ বছরেই IIT, আজ কর্মরত Apple’এ, কাহিনী অনুপ্রেরণা জোগাবে

মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ, ভারতের চারটি রাজ্য সীমান্ত ভাগ করে মায়ানমারের সাথে। এক্ষেত্রে সমঝোতা রয়েছে দুই দেশের মধ্যে। এই সমঝোতা অনুযায়ী দুই দেশের উপজাতির মানুষেরা সীমান্তের ১৬ কিলোমিটার পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারেন। উপজাতির মানুষেরা বর্ডার পাস দেখিয়ে সীমান্তে দু সপ্তাহ পর্যন্ত থাকতে পারেন। এন বীরেন সিং এই ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধও করেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর