রাজ্যে একাই তৈরি করেছিলে ১৬টি ঝিল, পান প্রধানমন্ত্রীর প্রশংসাও! অকাল প্রয়াণ সেই পরিবেশ প্রেমীর

বাংলা হান্ট ডেস্ক: ১৬ টি ঝিল তৈরির জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন তিনি। কিন্তু সোমবার কর্ণাটকের মান্ডিয়া জেলার দশনাদিওদ্দি গ্রামে নিজ বাসভবনে প্রয়াত হলেন পরিবেশপ্রেমী কেম গৌড়া (Kem Gowda)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। পাশাপাশি, তিনি কালমানে কাম গৌড়া নামেও পরিচিত ছিলেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২০ সালের ২৮ জুন প্রধানমন্ত্রী মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান “মন কি বাত”-এ ওই অঞ্চলে ১৬ টি ঝিল নির্মাণের প্রচেষ্টার জন্য কামে গৌড়ার প্রশংসা করেছিলেন। এদিকে, জেনে অবাক হবেন যে, কামে গৌড়া স্কুলে যাওয়ার সুযোগ পান নি। তিনি পশুপালন করতেন। মূলত, ভেড়ার পালের প্রতি তাঁর ভালোবাসা ও অনুরাগ তাঁকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে।

এদিকে, প্রধানমন্ত্রী মোদী তাঁর কৃতিত্বের কথা উল্লেখ করার পরেই তিনি লাইমলাইটে চলে আসেন। পাশাপাশি, অ্যাসোসিয়েটেড প্রেস তাঁর উপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। যার মাধ্যমে তাঁর প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়।

“ওয়াটার ওয়ারিয়র” হিসেবে বিখ্যাত ছিলেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে, কামে গৌড়া নিজের টাকায় পাখি এবং প্রাণীদের জন্য ঝিল তৈরি করেছিলেন। পাশাপাশি, তিনি এই তাঁর কাজের জন্য সকলের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বলেও জানান মোদী। এছাড়াও, জল সংরক্ষণের বিষয়েও তাঁর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সাহায্য করেছে সরকার: প্রাক্তন মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদিউরপ্পার আমলে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছিলেন তিনি। পাশাপাশি, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী ডা. কে. সুধাকর, কামে গৌড়া অসুস্থ হয়ে পড়ায় তাঁর দেখাশোনাও করেন। এদিকে, জলাশয় নির্মাণের কথা বলতে গিয়ে কামে গৌড়া জানিয়েছিলেন যে, কুন্দুর পাহাড়ের এলাকায় তাঁরা পানীয় জলের সুবিধা পেতেন না। যার কারণে তাঁদের চরম অসুবিধায় পড়তে হত। পাশাপাশি, তীব্র জলের অভাবে অন্যান্য প্রাণীদের কষ্টও ভাবিয়ে তুলেছিল তাঁকে। তাই, তিনি নিজেকে প্রকৃতির কাজে নিয়োজিত করেন।

WhatsApp Image 2022 10 17 at 6.20.03 PM

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বোমাই: তারপরই তিনি ঝিল তৈরির সিদ্ধান্ত নেন। এদিকে, তাঁর এহেন কাজে প্রথমে সবাই তাঁকে বিদ্রুপ করলেও তিনি পিছিয়ে আসেন নি। বরং, তাঁর লক্ষ্যে স্থির ছিলেন কামে গৌড়া। এমতাবস্থায়, তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই শোকপ্রকাশ করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর