বাংলা হান্ট ডেস্কঃ ইয়ন মর্গ্যান (Eoin Morgan) ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। দেশের হয়ে তিনি সব সময় চার নম্বরেই ব্যাটিং করেন কিন্তু আইপিএলে পছন্দের চার নম্বরে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন না। কলকাতা নাইট রাইডার্স দলে মর্গ্যান কখনো পাঁচ নম্বরে ব্যাটিং করছেন আবার কখনও ছয় নম্বরে ব্যাটিং করতে হচ্ছে। এই প্রসঙ্গে মর্গ্যানকে প্রশ্ন করা হলে মর্গ্যান সরাসরি জানিয়ে দেন যে, আমার পাঁচ নম্বরে কিংবা ছয় নম্বরে ব্যাটিং করতে কোন অসুবিধাই হচ্ছে না। আমাদের দলে বোলিংয়ে যেমন বৈচিত্র্য রয়েছে তেমনি বৈচিত্র্য রয়েছে ব্যাটিংয়েও। আর এটা আমাদের দলের প্রধান শক্তি।
এছাড়াও দলের স্থায়ী ব্যাটিং লাইনআপ প্রসঙ্গে মর্গ্যান বলেছেন, আমাদের দলের সব ব্যাটসম্যানদের মধ্যে এই ক্ষমতা রয়েছে যে ব্যাটিং লাইনআপের যেকোনো জায়গায় নেমে আমরা রান করতে পারি। যেমন রাহুল ত্রিপাঠী দিল্লির বিরুদ্ধে আট নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের রং প্রায় বদলে দিয়েছিল। আবার সেই রাহুল ত্রিপাঠীই চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেন করে নেমে দুর্দান্ত 81 রানে ইনিংস খেললো।
এছাড়াও মর্গ্যান জানিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা খেলা যেখানে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়। সেটাই করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী দিনেও এমনই হবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পরিবর্তন হতে পারে। এছাড়া দলের সহ-অধিনায়ক হিসেবে দিনেশ কার্তিককে সাহায্য করতে পেরে বেশ খুশি মর্গ্যান। মর্গ্যান জানিয়েছেন আমি যখন জাতীয় দলের হয়ে খেলি তখন দলের সহ-অধিনায়ক হিসেবে রুট আমাকে সাহায্য করে। এক্ষেত্রে সহ-অধিনায়ক সাহায্য হিসেবে দীনেশ কার্তিককে সাহায্য করতে পেরে আমি খুব খুশি।