টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ বাছলেন মরগ্যান, জায়গা দিলেন না এই দুই কিংবদন্তিকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যখন বিখ্যাত ক্রিকেটাররা পেশাদার ক্রিকেট খেলা ছেড়ে দেন তখন তাদের মধ্য থেকে অনেকেই খেলাটাকে পুরোপুরি ভুলতে না পারার কারণে সেই খেলার বিশেষজ্ঞ হয়ে ওঠেন। বিভিন্ন ক্রিকেট সংক্রান্ত বিষয়ে তারা নিজেদের মতামত সকলের সাথে ভাগ করে নিতে থাকেন। যেহেতু তারা সাফল্যের সাথে ক্রিকেট খেলে এসেছেন তাই তাদের কথার গুরুত্ব ও অন্যান্য সাধারণ ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে অনেক বেশি থাকে। এমন একজন হলেন সদ্য প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান।

প্রাক্তন ব্রিটিশ তারকা নিজের ক্রিকেটার জীবন শুরু করেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। পরবর্তীকালে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে তিনি শুধু এই দেশের হয়ে ম্যাচই খেলেননি, দেশটির অধিনায়কত্ব করে তাদেরকে নিজেদের প্রথম ওয়ান ডে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। তবেই ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হলেও টেস্ট ফরম্যাটের কোনদিনই ইয়ন মর্গ্যান কেউকেটা কোনও ক্রিকেটার হয়ে উঠতে পারেননি। তাও সম্প্রতি টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ নিয়ে তিনি নিজের বক্তব্য রেখেছেন একটি সাক্ষাৎকারে।

অতীতেও আমরা যুবরাজ সিং থেকে শুরু করে অ্যান্ড্রু সাইমন্ডসের মত অনেক ক্রিকেটারকেই দেখেছি সর্বকালের সেরা টেস্ট একাদশ বাছতে যারা নিজেরা ক্রিকেটার হিসেবে অতটা দক্ষ ছিলেন না বৃহত্তর ফরম্যাটে। মর্গান এবার সেই তালিকায় নাম লিখে নিজের পছন্দমত সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন।

যদিও তার এই নির্বাচিত টেস্ট একাদশটি কিছুটা বিতর্কিত কারণ টেস্ট ক্রিকেটের অনেক দিকপাল ক্রিকেটার যারা বাকি বিশেষজ্ঞদের চয়নের ক্ষেত্রে নিশ্চিত ভাবেই একাদশে আসেন, তারা ইয়ন মরগ‍্যানের দলে জায়গা করে নিতে পারেননি। উল্টে এমন কিছু ক্রিকেটারকে এই দলে জায়গা দিয়েছেন তিনি যারা টেস্ট ক্রিকেটে বড় কোনও কীর্তি রাখতে পারেননি। নিজের দেশ এবং ভারত থেকে দু’জন করে ক্রিকেটারকে এই একাদশে তিনি জায়গা দিয়েছেন।

dhoni morgan

ইয়ন মরগ্যানের সেরা টেস্ট একাদশ:
অ্যালেস্টার কুক, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এবি ডিভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, এমএস ধোনি(উইকেটরক্ষক), অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, মিচেল জনসন।

অনেকেই এই বিষয়টা নিয়ে আশ্চর্য হয়েছেন যে সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মুথাইয়া মুরালিধরন এবং শেন ওয়ার্নের মতন টেস্ট ক্রিকেটের কিংবদন্তিরা কেন তার একাদশে জায়গা করতে পারেননি! উল্টে এমএস ধোনি, যিনি মূলত ওয়ান ডে ফরম‍্যাটে নিজের কীর্তির জন্য পরিচিত, তিনি কি করে এই দলে জায়গা পেয়ে গিয়েছেন!

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর