‘জেলে যেতে ভয় পাই না”, সুকান্তর আক্রমণের পর পাল্টা দাবি ফিরহাদের

বাংলাহান্ট ডেস্ক : সুকান্ত মজুমদারের কটাক্ষের পালটা জবাব দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর এবার নাকি ফিরহাদ হাকিমের পালা। তাঁকে প্রস্তুত থাকতে উপদেশ দেন বিজেপি রাজ্য সভাপতি। এর পালটা জবাব দিলেন ফিরহাদ। কলকাতার মহানাগরিক জানতল চাইলেন, ‘দয়া করে বলবেন কোন মামলায় ফাঁসানো হবে আমাকে? মনে হচ্ছে সুকান্তবাবুদের কাছেই লিস্ট তৈরি আছে। তাহলে বলে দিন কোন ষড়যন্ত্রের শিকার হতে চলেছি আমি।’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতা বলেন, ‘মনে হচ্ছে আপনাদের করা ষড়যন্ত্রের শিকার এবার আমি হব। মানুষের চোখে অন্যায় এমন কোনও কাজ আমি করিনি। তারপরও এত কুৎসা, এত অভিসন্ধি। এত রাগ কেন আমার উপর?”

firhad hakim

একইসঙ্গে তাঁর আরও বক্তব্য, “যে যা পারে বলে দিচ্ছে। মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে আমাকে নোটিশ পাঠানো হয়েছে। আমার বাড়িতে তল্লাশি চলছে। এত আনন্দ কী জন্য বুঝতে পারছি না। কী এমন করলাম যে সব সময় আমাকে হেনস্থা করা হবে? ববি হাকিম তৃণমূল কংগ্রেস করে মানেই অসাধু। আর সুকান্তবাবুদের দলে গেলেই গেরুয়া ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যাবে।’

BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কয়েক দিন আগে বলেছিলেন, ‘দু’জন খুব অসুস্থ হচ্ছেন, কোনও হাকিমকে ভিতরে পাঠালে আর এত অসুস্থ হবেন না।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই তীব্র ক্ষোভ দেখা দেয় তৃণমূল শিবিরে। মুর্শিদাবাদের বহরমপুরের একটি সভা থেকে সুকান্ত কটাক্ষের সুরে বলেন, “হাকিমকে জেলে পাঠালে তিনি চিকিত্‍সা করে সব ঠিকঠাক করে দেবেন। পার্থ আর অনুব্রত অসুস্থতার প্রতিযোগিতা করছেন। বারবার তাঁরা হাসপাতালে যাচ্ছেন। তাই এবার হাকিমকেই ভিতরে ঢোকাতে হবে। তাঁকেও প্রস্তুত থাকতে বলুন এবার।’ বিজেপির রাজ্য সভাপতির এই কটাক্ষেরই এদিন পাল্টা জবাব দিলেন ববি হাকিম।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর