চাকুরিজীবীদের জন্য কিঞ্চিৎ স্বস্তি! বড় সিদ্ধান্ত EPFO-র, কত বাড়ল সুদের হার ?

বাংলাহান্ট ডেস্ক : মূল্যবৃদ্ধির বাজারে চাকুরিজীবীদের জন্য কিঞ্চিৎ সুখবর এল। বেতনভুক কর্মচারীদের ভবিষ্যতের অন্যতম তহবিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) সামান্য সুদের হার বাড়ল। সুদের হার ০.০৫% বৃদ্ধি (Interest Rate Hike) পেয়েছে বলেই জানা গিয়েছে। হিসেব করলে দেখা যাবে, ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বর্তমানে সুদের হার ৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের তরফে (সিবিটি) (CBT) চলতি অর্থবর্ষে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, গত অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল ৮.১ শতাংশ। মন্দার জেরে এই হার আরও কমে যাওয়ার আশঙ্কা ছিল। তবে, চাকুরীরতদের ঘরে এবার যেন কিছুটা হলেও স্বস্তি ফিরল।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা অতিমারীর প্রভাবে গত অর্থবর্ষে সুদের হার কমিয়ে দেওয়ার পরেই কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল চাকুরিজীবীদের। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সেই সিদ্ধান্তের জেরে বড়সড় কোপ পড়ে কোটি কোটি সাধারণ মানুষের সঞ্চয়ে। বলা বাহুল্য, চার দশকের মধ্যে সেটাই ছিল ইপিএফের সুদে সবচেয়ে বেশি পতন। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে নতুন করে সুদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।

আপাতত কেন্দ্রের কাছে এই প্রস্তাব পেশ করা হবে। সুদের হার বাড়ানোর বিষয়ে শ্রমমন্ত্রকের মাধ্যমেই অর্থমন্ত্রকের কাছে বিস্তারিত তথ্য পাঠানো হবে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই গ্রাহকদের নতুন হারে সুদ দেওয়া হবে। উপকৃত হবেন প্রায় ৫ কোটি আমানতকারী। তবে ব্যাপক মূল্যবৃদ্ধির মধ্যে এই সুদ পেলে আদৌ কতখানি সুবিধা পাবেন সাধারণ মানুষ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর