বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi) ফুটবলের ইতিহাসের দুই সর্বকালের সেরা তারকা। কিন্তু তারা দুজনে একই রকমের ফুটবলার নন। বিপক্ষের ডিফেন্ডারদের হাতের ঘুম কেড়ে নেওয়া দুই তারকা কখনোই অবিকল এক পজিশনে খেলেননি। মেসি নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়ে রাইট উইঙ্গার এবং বেশ কিছুটা সময় ফলস নাইন হিসাবে খেলে কাটিয়েছিলেন। অপরদিকে নিজের কেরিয়ারের একদম প্রথম দিকে একজন মিডফিল্ডার হিসেবে খেললেও সেখান থেকে একজন উইঙ্গারে পরিণত হয়েছিলেন সিআরসেভেন। তবে কেরিয়ারের একদম শেষ পর্যায়ে এসে গত কয়েকবছর ধরে এবং এখনও একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন রোনাল্ডো।
তাদের দুজনের শক্তিও ভিন্ন। মেসি বাঁ-পায়ে অমানুষিক দক্ষতা নিয়ে জন্মানো ফুটবলার। রোনাল্ডো নিজেদের দুই পায়ের শক্তির মধ্যে বিশেষ কোনো তফাৎ না থাকলেও তিনি ডান পায়েই বেশি শক্তি ধরেন। একজন ফুটবলার হিসেবে মেসির চেয়ে দক্ষ ড্রিবলার খুঁজে পাওয়া সম্ভব নয়। সেই সঙ্গে শরীরের নিচু ভরকেন্দ্রের কারণে মেসির ব্যালেন্স বিশ্বের যে কোন ফুটবলারের চেয়ে অনেক বেশি ভালো। তার বল নিয়ে দৌড়ানোর গতি এবং বল ছাড়া দৌড়ানোর গতির মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। সেইসঙ্গে বল নিয়ে এগোনোর সময় মেসির ভিশন তাকে আরও মারাত্মক করে তোলে। অপরদিকে সেরা সময়ের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একজন সম্পূর্ণ ফুটবলার বলা যায়, যার কোনও দুর্বলতা নেই বললেই চলে। মারাত্মক গতির পাশাপাশি ড্রিবলিংয়েও অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করতেন পর্তুগিজ মহাতারকা। সেই সঙ্গে এরিয়াল ডুয়েলেও তার মতো সফল ফরোয়ার্ড খুব কমই আছেন।
কিন্তু বয়সের ভারে বর্তমানে দুজনেই কিছুটা তীক্ষ্ণতা হারিয়েছেন। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে এই কথা বলা যায়। তিনি কোনওদিনই মেসির মতো প্রতিভাবান ছিলেন না। তার প্রতিভার সাথে কঠোর পরিশ্রম মিশিয়ে নিজেকে এই উচ্চতায় তুলে এনেছিলেন। তবে বয়সের সাথে সাথে নিজের খেলার ধরন পাল্টে রোনাল্ডো যে কোনও ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা এখনো কিছুটা ধরে রেখেছেন এমনটা বলাই যায়।
রোনাল্ডো-মেসি জমানার পরে যারা বিশ্ব ফুটবলে রাজ করতে চলেছেন তাদের মধ্যে একজন হলেন এরলিং হাল্যান্ড। চলতি মরশুমেই জার্মানির ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে তিনি যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমানের সবচেয়ে ধারাবাহিক ক্লাব ম্যানচেস্টার সিটি-তে। সেখানে ইপিএলে এক মরশুমের সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি যা একসময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামেই ছিল। সেইসঙ্গে মরশুমের সেরা ফুটবলার এবং মরশুমের সেরা তরুন ফুটবলারের পুরস্কারও জিতে নিয়েছেন এই ২২ বছর বয়সী নরওয়ের তারকা স্ট্রাইকার।
সম্প্রতি সিটির টানা তৃতীয় এবং হাল্যান্ডের প্রথম ইপিএল জয়ের পর এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারের সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে মেসির বাঁ পা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডান পা-র মধ্যে থেকে যদি তাকে একটি বেছে নিতে হয় তাহলে তিনি কোনটি বেছে নেবেন। এর জবাবে নরওয়ের তরুণ তারকা বলেছেন, “আমি মনে করি আমার নিজের বাঁ পা যথেষ্ট শক্তিশালী। তাই আমি রোনাল্ডোর ডান পা-টিই নিয়ে নেব।” এই মুহূর্তে বিশ্ব ফুটবলে ৩৮ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তকমাটি নিজের নামের পাশে ধরে রেখেছেন। তার থেকে দু’বছরের ছোট মেসি মাত্র ৩০ গোল দূরে রয়েছেন। তবে বর্তমানে হাল্যান্ড যেভাবে এগোচ্ছেন তাতে ভবিষ্যতে দুজনকেই তিনি পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে পারেন। তবে তার জন্য তাকে একটি চোটমুক্ত কেরিয়ার গড়তে হবে।