টার্গেট মোবাইলের সুরক্ষা! এবার ফ্রি ‘সাইবার স্বচ্ছতা অভিযান’ শুরু কেন্দ্রের, সহজেই মিলবে সমাধান

বাংলাহান্ট ডেস্ক : দেশে ক্রমাগত বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত তথ্য সহজেই চলে যাচ্ছে অপরাধীদের হাতে। দেশবাসীকে এই অপরাধ থেকে সুরক্ষা দেওয়ার জন্য মোদি সরকার অনেক আগে শুরু করেছিল ‘সাইবার স্বচ্ছতা’ অভিযান। তার জন্য একটি বেসরকারি সংস্থার সাথে হাত মিলিয়ে তৈরি করা হয় সফটওয়্যার।

এবার টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে সবাইকে মেসেজ দিয়ে সেটি ফোনে ডাউনলোড করার অনুরোধ করা হল। সম্প্রতি একটি সফটওয়্যার নির্মাণ করেছে কেন্দ্রের ‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ (সিইআরটি-ইন)। একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হল ‘ইস্ক্যান বটনেট স্ক্যানিং অ্যান্ড ক্লিনিং টুলকিট’। এই সফটওয়্যার ডেস্কটপ, ল্যাপটপ ও মোবাইল ফোনকে ভাইরাসের হাত থেকে রক্ষা করবে।

আরোও পড়ুন : ৩০ থেকে হল ১০! বাংলার এই রুটে এক ধাক্কায় ভাড়া কমল ৬৫%, বিরাট খুশি যাত্রীরা

ফোন বা কম্পিউটারে যে ‘বট’ থাকে, তার থেকেও সুরক্ষা প্রদান করবে এই সফটওয়্যার। অনেক সময় কম্পিউটার বা মোবাইলে ইমেইল বা মেসেজের মাধ্যমে চলে আসে ক্ষতিকর ‘বট’। অনেক সময় অজান্তে ছবি বা ফাইল ডাউনলোড করলেও ডিভাইসের মধ্যে চলে আসে ‘বট’।এই ‘বট’ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত করতে পারে। তাই সব সময় উচিত ডিভাইসের ‘বট’ নির্মূল রাখা।

1708597318 modi mobile

জানা গেছে এই সফটওয়্যার সেই কাজটি করবে।এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের ভিজিট করতে হবে কেন্দ্রীয় সরকারের ‘সাইবার স্বচ্ছতা কেন্দ্র’-এর ওয়েবসাইটে (www.csk.gov.in)। এরপর ক্লিক করতে হবে ‘সিকিউরিটি টুলস’ ট্যাবে। তারপর পেয়ে যাবেন ‘ইস্ক্যান’ সফ্‌টঅয়্যার ডাউলোড অপশন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর