পর্দায় চাই নিখুঁত অভিনয়, বায়োপিকের শুটিংয়ের আগে রানুর রানাঘাটের বাড়িতে গিয়ে হাজির অভিনেত্রী ঈশিকা

বাংলাহান্ট ডেস্ক: শুরু হতে চলেছে রানু মণ্ডলের বায়োপিক তৈরির কাজ। সেই রানু মণ্ডল (ranu mondal) যার অবিশ্বাস‍্য রকম ভাগ‍্য পরিবর্তনে চমকে গিয়েছে গোটা বিনোদুনিয়া। রানাঘাটের রেলস্টেশনের ভবঘুরে জীবন থেকে একলাফে তিনি গিয়ে পৌঁছান মুম্বইয়ের স্বপ্নিল দুনিয়ায়। একটি ভাইরাল ভিডিওর দৌলতে ভাগ‍্য বদলে যায় রানু্র। মুম্বইয়ে গিয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও রেকর্ড করে ফেলেন তিনি।

কিন্তু সেসব এখন অতীত। অবস্থা ফের আগের মতোই হয়ে গিয়েছে রানুর। শ‍্যাওলা ধরা পুরনো বাড়িতে একার সংসার তাঁর। জনপ্রিয়তা অস্তাচলে। প্রয়োজন ফুরোনোয় নিজের মেয়েও আর খোঁজ খবর রাখেন না মায়ের। তবে এবার সম্ভবত ভাগ‍্য বদলাতে চলেছে রানুর।

makeup of Ranu Mondal
আগেই শোনা গিয়েছিল হিন্দিতে তৈরি হতে চলেছে রানু মণ্ডলেরের বায়োপিক। হৃষীকেশ মণ্ডল পরিচালিত এই ছবিতে রানু চরিত্রে দেখা যাবে সেক্রেড গেমস খ‍্যাত ‘সেক্রেড গেমস’ খ‍্যাত অভিনেত্রী ঈশিকা দে (eshika dey) কে। এবার পর্দায় নিখুঁত ভাবে রানুর চরিত্রটি তুলে ধরতে বাস্তবের রানুর সঙ্গে দেখা করলেন পর্দার রানু।

সম্প্রতি রানুর সঙ্গে দেখা করতে তাঁর রানাঘাটের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। একসঙ্গে গানের অনুশীলন করলেন, রানুকে জড়িয়ে ধরে ছবি তুললেন। সেসব ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল। শুভেচ্ছায় ভাসলেন ঈশিকা।

https://www.instagram.com/p/CVIjJ5dvyA0/?utm_medium=copy_link

সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী জানান, একসঙ্গে গান গেয়েছেন তাঁরা। খুব মজা হয়েছে। অনেক কিছু জানতেও পেরেছেন রানুর সম্পর্কে। এর আগে একবার ভিডিও কলে দুজনের কথা হলেও সামনাসামনি সাক্ষাৎ এই প্রথম। রানু নাকি ছাড়তেই চাইছিলেন না তাঁকে।

https://www.instagram.com/p/CVLUzN4PEQT/?utm_medium=copy_link

ঈশিকা আরো জানান, রানু মণ্ডলের চরিত্রে অভিনয়ের আগে মনোবিদের পরামর্শ নিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী নিজেকে তৈরি করছেন। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু কমলিকা মুখোপাধ‍্যায়ের সঙ্গেও আলোচনা করেন তিনি রানুর সঙ্গে সাক্ষাতের আগে। তাঁর পরামর্শ মেনেই একেবারে সাধারন সাজে ঈশিকা হাজির হয়েছিলেন রানুর সামনে। তাতেই তাঁকে কাছে টেনে নিয়েছেন রানু।

প্রসঙ্গত, গত এক বছর ধরেই পরিচালক হৃষীকেশ পরিকল্পনা করছিলেন রানুর বায়োপিক বানানোর। অবশেষে মিলছে সে সুযোগ। পরিচালক জানান, বায়োপিকের নাম হবে ”মিস রানু মারিয়া। বেশ কয়েকটি গান থাকবে তাতে, যে গানগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ। আগামী নভেম্বর থেকেই শুরু হতে পারে শুটিং।

Niranjana Nag

সম্পর্কিত খবর