DA না বাড়লেও ৩ হাজার টাকা করে বাড়ল কর্মীদের বেতন, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে একের পর এক সুখবর। ডিএ না বাড়লেও এবার বেতন বাড়ালো (Salary Hike) পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। জানিয়ে রাখি, রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। নতুন বছর আসতে এখনও হাতে এক মাস। তার আগেই বেতন বৃদ্ধি করা হল এই সকল কর্মীদের।

ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তিন হাজার টাকা করে বেতন বাড়ালো রাজ্য সরকার। এর আগে তাদের বেতন ছিল ১২ হাজার টাকা। সেই বেতন এক ধাক্কায় বেড়ে হল ১৫ হাজার টাকা। নভেম্বর মাস থেকেই বর্ধিত হারে বেতন মিলবে সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন: শীতের মাঝেই টানা ৪৮ ঘণ্টা বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর

তথ্য বলছে, রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে মোট ৮১৮ জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কর্মরত। তাদের সকলেরই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। বছর শেষের আগে স্বাভাবিকভাববী সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলে।

nabanna

আরও পড়ুন: ১ জানুয়ারি…! কবে আসছে অষ্টম পে কমিশন? কতটা লাভ হবে সরকারি কর্মীদের? সামনে বড় আপডেট

রাজ্য সরকার তরফে বুধবার ২৭ নভেম্বর এই চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কিত নোটিস জারি করা হয়েছে। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর আহ্বায়ক প্রতাপ নায়েক ‘জনদরদী ও কর্মীদরদী’ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী যে সবসময় কর্মীদের কথা ভাবেন তার প্রমাণ এই বেতন বৃদ্ধি। এর ফলে উপকৃত হবেন ইএসআইয়ে কর্মরত ৮১৮ জন গ্রুপ ডি কর্মী। বর্ধিত বেতন চলতি নভেম্বর থেকেই তারা পাবেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর