চাকরিতে সঙ্কট! আগামী দুই বছর পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কটের কারণে দেশের অর্থনীতির অবস্থা বেহাল। আর এই সঙ্কটের সময়ে চাকরিতেও সঙ্কটের মেঘ ঘনিয়েছে। অনেক কোম্পানি তাদের কর্মচারী ছাঁটাই করা শুরু করেছে।

যদি আপনার সামনেও চাকরির সাথে জড়িত সমস্যা আসে, তাহলে এই খবর আপনার জন্যই। উল্লেখ্য, মোদী সরকারের (Modi Sarkar) এমন এক স্কিম আছে যেটার মাধ্যমে বেকার হয়ে পড়লেও কর্মচারীরা ২৪ মাস পর্যন্ত বেতন পাবে। আসুন এই স্কিম নিয়ে বিস্তারিত জেনে নিই।

মোদী সরকারের এই স্কিমের নাম ‘অটল বীমিত ব্যাক্তি কল্যাণ যোজনা”। এই যোজনার মাধ্যমে চাকরি চলে গেলে সরকার আপনাকে দুই বছর পর্যন্ত আর্থিক সাহায্য করবে। এই আর্থিক সাহায্য আপনি প্রতি মাসেই পাবেন। বেকার ব্যাক্তিরা এই স্কিমের সুবিধা তাদের গত ৯০ দিনের আয়ের হার অনুযায়ী ২৫ শতাংশ দেওয়া হবে।

এই স্কিমের আভ সংগঠিত ক্ষেত্রের সেসব কর্মচারীরা নিতে পারবেন, যারা ইএসআই এ বিমা-কৃত, আর কাজ চলে যাওয়ার পর আগামী দুই বছর পর্যন্ত তাঁরা এই সুবিধা ভোগ করতে পারবে। এছাড়াও আধার আর ব্যাংক অ্যাকাউন্ট ডেটাবেসের সাথে যুক্ত থাকা খুবই জরুরী।

যদি আপনি এই যোজনার সুবিধা ভোগ করতে চান, তাহলে আপনাকে সবার আগে ESIC এর ওয়েবসাইটে গিয়ে অটল বীমিত ব্যাক্তি কল্যাণ যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

আপানদের জানিয়ে দিই, যাদের অভদ্র আচারণ এবং অন্য কোন দোষের কারণে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, তাঁরা এই সুবিধা ভোগ করতে পারবেন না। এবং যাঁদের বিরুদ্ধে অপরাধীক মামলা দায়ের আছে এবং যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাঁরাও এই সুবিধা ভোগ করতে পারবেন না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর