‘লোকসভা থেকে বহিষ্কার…’, সাতসকালেই বড় ঝটকা খেলেন মহুয়া মৈত্র!

বাংলা হান্ট ডেস্ক: একই দিনে জোড়া ধাক্কা খেলেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ঘুষ নিয়ে লোকসভায় (Lok Sabha) প্রশ্ন করার ঘটনায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। এবার একই ঘটনায় মহুয়ার সাংসদ পদ খারিজ করার সুপারিশ করল সংসদীয় এথিক্স কমিটি (Ethics Committee)।

ওই রিপোর্টে মহুয়া মৈত্রের ওই কাজকে অনৈতিক, খারাপ এবং অপরাধমূলক বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ওই বিষয়ে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলেও রিপোর্টে উল্লেখ করেছে সংসদের এথিক্স কমিটি।

ওই রিপোর্টে দাবি, মহুয়া তাঁর ইউজার আইডি (User ID) এক্তিয়ার বহির্ভূতভাবে অন্যকে ব্যবহার করতে দিয়েছিলেন। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকেও তিনি অনৈতিকভাবেই টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছিলেন। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন এথিক্স কমিটি। এছাড়াও উশৃঙ্খল আচরণ এবং ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে লোকসভার এথিক্স কমিটির সদস্য দানিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে কমিটির তরফে।

mahua moitra

জানা যাচ্ছে, সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে এই রিপোর্টটি দেবে এথিক্স কমিটি। এরপরেই তা আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আজ ফের এথিক্স কমিটির মুখোমুখি বসার কথা মহুয়া মৈত্রের। গত ২ নভেম্বর এথিক্স কমিটির বৈঠকে হাজির হয়েছিলেন মহুয়া। কিন্তু তাঁকে নোংরা প্রশ্ন করার অভিযোগ তুলে সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ। তাঁর মৌখিকভাবে বস্ত্রহরণ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন মহুয়া।

Monojit

সম্পর্কিত খবর