বাংলা হান্ট ডেস্কঃ 12 তারিখ গভীর রাতে ইউরোর ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ইতালি। দুর্দান্ত লড়াই করে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল 1-1 হওয়ার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ইতালি শেষবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল 1968 সালে, 53 বছর পর ফের ইউরো সেরার শিরোপা মাথায় তুললো ইতালি।
MATCH REPORT: Donnarumma the hero as Azzurri win EURO 2020…
🤔 Fair result?#EURO2020
— UEFA EURO (@UEFAEURO) July 11, 2021
গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথগেটের দুরন্ত ইংল্যান্ড এবং মানচিনির অপ্রতিরোধ্য ইতালি। 1966 সালের পর ইংল্যান্ড এই প্রথম কোন বড় টুর্নামেন্ট এর ফাইনালে উঠেছিল। স্বাভাবিকভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিল ইংরেজরা। ম্যাচ শুরু হওয়ার মাত্র 2 মিনিটে মাথায় গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। তখন পুরো গ্যালারি জুড়ে সিংহ গর্জন, সবাই হয়তো ভেবে নিয়েছে এবার আর কেউ আটকাতে পারবেনা ইংল্যান্ডকে।
TUTTO VERO 🇮🇹✌️#EURO2020 pic.twitter.com/rQTN37fooZ
— Roberto Mancini (@robymancio) July 11, 2021
একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে আর কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ প্রতিআক্রমণ দেখা যায় দুই দলেরই। 67 মিনিটের মাথায় দুরন্ত গোল করে ইতালিকে সমতায় ফেরায় লিওনার্দো বোনুচি। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত 30 মিনিটেও কোন দল আর গোল কোন করতে পারেনি। ফলে টাইব্রেকারে চলে যায় এই ম্যাচ।
🇮🇹 The moment Italy lifted their second EURO title! 🏆 @azzurri | #ITA | #EURO2020 pic.twitter.com/MVl5tjZoyK
— UEFA EURO (@UEFAEURO) July 11, 2021
Oldest player to score in a EURO final ⚽️
EURO 2020 winner 🏆🇮🇹 Leonardo Bonucci 💪#EURO2020 https://t.co/tqYfb6BXGA pic.twitter.com/7QiYVvIOxV
— UEFA EURO (@UEFAEURO) July 11, 2021
টাইব্রেকারে একের পর এক দুরন্ত সেভ করে ইতালির তরুণ গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুমার। 3-2 ফলাফলে ম্যাচ জিতে নেয় ইতালি। পুরো টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হয়েছেন জিয়ানলুইগি ডোনারুমার। এই ইউরো জিতে এই মুহূর্তে ইতালির কাছে চারটি বিশ্বকাপ এবং দুটি ইউরো কাপ।