জোর ধাক্কা ফুটবল দুনিয়ায়, বিশ্বকাপে নেই মেসি-রোনাল্ডো!

বাংলা হান্ট ডেস্ক: “শয়তানের হাতে পড়েছে ক্রিকেট”- ১৯৭৭ সালে অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক সংবাদপত্রের শিরোনাম ছিল এমনটাই।ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ।যা তোলপাড় ফেলে দিয়েছিস ক্রিকেট দুনিয়ায়। তেমনই এক ঘটনা ঘটে গেল ফুটবল দুনিয়ায়। ইউরোপের শীর্ষ তিন লিগের কিছু ক্লাব মিলে ‘ইউরোপিয়ান সুপার লিগ’ নামে নতুন এক প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত নিয়েছে।যার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা,এসি মিলান ও জুভেন্তাসের মতো ক্লাব।এই ক্লাবগুলোতে খেলে থাকেন লিওনেল মোসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকারা। উয়েফা ও ফিফা পালটা প্রতিক্রিয়া দিয়েছে, এই প্রতিযোগিতায় খেললে উয়েফা ও ফিফার প্রতিযোগিতায় নামতে পারবেন না অংশ নেওয়া ফুটবলাররা। যাতে চিন্তায় পড়ে গিয়েছেন ফুটবলপ্রেমীরা।কারণ সামনেই রয়েছে ইউরো, কোপা ও বিশ্বকাপের মতো প্রতিযোগিতা।

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহাম, জুভেন্তাস, ইন্টার মিলান ও এসি মিলান—ইউরোপের এই ১২টি শীর্ষ ক্লাব সুপার লিগ আয়োজন ও তাতে খেলার কথা বলেছে। এই ১২ ক্লাবের সঙ্গে আরও ৩টি ক্লাবের নামও শিগগিরই ঘোষিত হবে। মোট ২০টি ক্লাবকে নিয়ে আগামী আগস্ট থেকে সুপার লিগ শুরু করার লক্ষ্য আয়োজকদের।এই ঘোষণা রীতিমতো বিপ্লবই ঘটিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলে। ইউরোপের ১২টি ক্লাব জানিয়ে দিয়েছে, তারা ইউরোপীয় সুপার লিগে খেলবে। তবে কোনো বিদ্রোহ নয়, এই ১২টি ক্লাব সুপার লিগে খেলার ঘোষণা দিলেও তারা জানিয়েছে উয়েফা আর ফিফার সঙ্গে আলোচনা করেই তারা এই নতুন প্রতিযোগিতায় অংশ নেবে।

তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা আর ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ক্লাবগুলো যদি ইউরোপীয় সুপার লিগ আয়োজন করে বা তাতে অংশ নেয়, তাহলে তারা উয়েফার সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার হারাবে। কেবল তা-ই নয়, এই লিগে অংশ নেওয়া কোনো ফুটবলারকে নিজ নিজ দেশের জাতীয় দল থেকেও নিষিদ্ধ করা হবে।জার্মানি ও ফ্রান্সের লিগ থেকে কোনো দল ‘বিদ্রোহী লিগ’ তকমা পাওয়া এ টুর্নামেন্টে নাম লেখায়নি।

সুপার লিগ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ক্লাবগুলো ৩.৫ বিলিয়ন ডলার করে পাবে। এর আগে জানা গিয়েছিল শীর্ষ ছয় দল মৌসুমে পাবে ৩৫ কোটি ইউরো। কিন্তু বর্তমানে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দল ৮ কোটি ইউরোর কাছাকাছি আয় করতে পারে।মনে করা হচ্ছে বিশাল অর্থের হাতছানি সামলানোই এখন ফুটবলারদের কাছে বড় চ্যালেঞ্জ।

 

 


Udayan Biswas

সম্পর্কিত খবর