বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট থেকে মিলেছে সবুজ সংকেত। তারপরও বাংলার একটি প্রেক্ষাগৃহেও মুক্তি পেল না সনোজ মিশ্র পরিচালিত ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary Of West Bengal)। সম্প্রতি এই ছবির মুক্তির ওপর স্থগিতদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার ঝায় নামের এক ব্যক্তি। তবে সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ছবির মুক্তি নিয়ে কোনো হস্তক্ষেপ করে নি কলকাতা হাই কোর্ট।
বাংলাতেই বাধা ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর…
‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর পর্দায় মুক্তির পথে কোনও আইনি বাধা না থাকলেও বাংলায় প্রেক্ষাগৃহ পেল না এই ছবি৷ গোটা দেশজুড়ে মোট ৬০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। রমরমিয়ে চলছে দিল্লি, মুম্বই এবং দক্ষিণে। তবে বাংলায় এল না সনোজ মিশ্র পরিচালিত ‘বিতর্কিত’ এই ছবি।
বাংলার একাধিক সিনেমার কর্ণধারের মতে, যেহেতু ছবিটি বিতর্কিত তাই তা বাংলায় না চালানোই শ্রেয়। সূত্রের খবর, ছবিটির প্রযোজকই নাকি বাংলায় এই ছবি মুক্তি পাক তা চাননি। প্রসঙ্গত, বহু আগে থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন মহলে। ছবিটির ট্রেলার প্রকাশে আসার পরেই তার মুক্তি আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।
যা জানিয়েছিল হাইকোর্ট…
চলতি সপ্তাহে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার সুনানি হয়। সেখানেই দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, এ ভাবে কোনও ছবির মুক্তি আটকানো যায় না। কোনো সিনেমা মুক্তি পাবে কী না তা সেন্সর বোর্ড দেখে। সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে তা মুক্তি পাবে।
ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, ‘বাংলার মানুষ অনেক সহনশীল, বিচার বিবেচনা তাদের উপর ছেড়ে দিন’। যদিও হাইকোর্ট আরও জানায়, ছবি মুক্তির পর ছবির কোনও দৃশ্য নিয়ে যদি মামলাকারীর আপত্তি থাকে তাহলে ফের আদালতের দ্বারস্থ হতে পারেন। সেক্ষেত্রে সেই অংশটুকু বিবেচনা করে দেখবে হাই কোর্ট।
আরও পড়ুন: বাড়ছে DA, টানা দাবির পর সুরাহা! কবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে আসবে বাড়তি টাকা?
এই বিষয়ে সুপ্রিম কোর্টের পুরোনো নির্দেশের কথা উল্লেখ করে বিচারপতি বলেছিলেন, ‘সিনেমা নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কিছু নির্দেশ রয়েছে। যদি দর্শকের ইচ্ছে হয় দর্শক দেখবে, না ইচ্ছে হলে দেখবে না। কেউ কাউকে জোর করছে না, কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। এটা গণতান্ত্রিক দেশ। সমালোচনার অধিকার সকলের আছে।’ তবে এতকিছুর পরও বাংলায় মুক্তি পেল না ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’।