বড় রান করেও বাদ পড়তে হয়েছিল ওয়ানডে দল থেকে, আক্ষেপের সুরে বললেন সৌরভ গাঙ্গুলি।

ভালো পারফরম্যান্স করার সত্বেও সুযোগ পাননি বরং বলা ভালো খেললেও সুযোগ দেওয়া হয়নি। বড় রান করার সত্ত্বেও ভারতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়ার আক্ষেপ আজও তাড়া করে বেড়ায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কে। সুযোগ পেলে হয়তো আরও অনেক বেশি রান করতে পারতেন দেশের হয়ে, কিন্তু ঠিকঠাক ভাবে সুযোগ দেওয়া হয়নি তাকে।

ফর্মে থাকা অবস্থায় হঠাৎই 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলীকে। এক সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেন, ” যে বছর আমাকে ওয়ানডে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই বছরই আমি সর্বাধিক রান করেছিলাম। আমাকে যদি আরও দুটো ওয়ানডে সিরিজ খেলতে দেওয়া হত তাহলে আমি আরও অনেক বেশি রান করতে পারতাম।”

31869007cb04e3b7b3664ca892eb74ee73952b9b0d32e72d50fa5969a10716739d3be658

সৌরভ গাঙ্গুলী বলেন আমাকে যখন ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে পারফরম্যান্স যেমনি হোক একবার যদি ক্রিকেটের মঞ্চ থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তোমার প্রমাণ করার মত আর কিছুই থাকে না। ভারতীয় দলের হয়ে 311 টি ম্যাচ খেলে 22 টি সেঞ্চুরির সাথে 11 হাজার 363 রান করেছিলেন সৌরভ গাঙ্গুলী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর