লটারিতে কোটি টাকা জিতেও ২ মাস যাবৎ নেননি সেই বিপুল অর্থ, তারপরে যা হল জেনে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: এক ঝটকায় কোটিপতি হওয়ার আশায় লটারি (Lottery) কেনার প্রতি আকৃষ্ট হন অনেকেই। এমনকি, লটারির দৌলতে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার ঘটনাও আমরা প্রায়শই শুনতে পাই। কিন্তু, এবার এক চমকপ্রদ খবর সামনে এল। জানা গিয়েছে, এবার লটারিতে ১০ হাজার কোটি টাকা জিতেও প্রায় দু’মাস যাবৎ এই বিপুল পরিমান অর্থ দাবি করেন নি কেউই। স্বাভাবিকভাবেই, এই খবর প্রকাশ্যে আসতে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের।

উল্লেখ্য যে, আমেরিকার ইলিনয় লটারি (Illinois Lottery) দু’মাস আগে ঘোষণা করে যে লটারির মাধ্যমে কেউ একজন দশ হাজার কোটি টাকার পুরস্কার জিতেছেন। কিন্তু দু’মাস ধরে কোনো ব্যক্তিই এই অর্থের দাবি করতে আসেন নি। যদিও, সম্প্রতি একইসাথে দু’জন ব্যক্তি দাবি করেছেন যে তাঁদের কাছে একটি জ্যাকপট টিকিট রয়েছে এবং সেই কারণে ওই লটারি থেকে জেতা পুরস্কার তাঁদেরই পাওয়া উচিত।

এদিকে, এই পুরস্কারটি আমেরিকান লটারির ইতিহাসে তৃতীয় বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত হয়েছে। এই প্রসঙ্গে ইলিনয় লটারি গত ২১ সেপ্টেম্বর জানিয়েছে যে, লটারির এই পুরস্কার ওই দু’জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হবে। পাশাপাশি, তাঁরা দু’জন লটারির টিকিট কেনার সময় থেকেই জিতে গেলে পুরস্কারমূল্য সমান ভাগে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানা গিয়েছে।

এমতাবস্থায়, লটারি বিজয়ীরা তাঁদের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ইলিনয় লটারির ডিরেক্টর হ্যারল্ড মাইস জানিয়েছেন যে, উভয় বিজয়ী এখন সিদ্ধান্ত নিতে পারেন যে, তাঁরা প্রাপ্ত অর্থ দিয়ে কি করবেন। এই পুরস্কারের ঘোষণা করা হয়েছিল গত ২৯ জুলাই। পাশাপাশি, ওই লটারির টিকিটটি শিকাগোর কাছে ডেস প্লেইনের ডাউনটাউনের একটি স্পিডওয়ে কনভেনিয়েন্স স্টোর থেকে কেনা হয়েছিল বলেও জানানো হয়েছে।

কিন্তু দীর্ঘদিন ধরে পুরস্কারের কোনো দাবিদার না থাকায় সমস্যায় পড়েন সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা। এদিকে, বিজয়ীদের কাছে ওই পুরস্কার দাবি করার জন্য মাত্র ৬০ দিন সময় ছিল। এমতাবস্থায়, জানানো হচ্ছে যে, বিজয়ীরা পুরস্কারের জন্য নিজেদের দাবি প্রমাণ করতে আইনি এবং আর্থিক উপদেষ্টাদের সাথে পরামর্শ করতে গিয়েই এত সময় লাগিয়ে ফেলেছেন।

MR4N6GLWSNIFLNN3WKXJGDTCS4

পাশাপাশি, বিজয়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁরা উভয়েই একসাথে প্রায় ৬৩ বিলিয়ন টাকা পুরস্কার হিসাবে নেবেন। এদিকে,  যদি তাঁরা একাধিক বছর যাবৎ কিস্তির মাধ্যমে ওই টাকা নিতেন সেক্ষেত্রে ১০,০০০ কোটি টাকা পেতেন। এমতাবস্থায়, বিজয়ীদের সম্পর্কে আর কোনো বিবরণ দেওয়া না হলেও, ইলিনয় লটারি সূত্রে জানা গিয়েছে তাঁরা দু’জনেই খুব “উচ্ছ্বসিত”। এই প্রসঙ্গে ইলিনয় লটারির ম্যানেজার লুইস রদ্রিগেজ বলেছেন, একবারে এত টাকা দেওয়ার অনুভূতি খুব আলাদা। এটা প্রাপকদের জীবনে বড় পরিবর্তন আনবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর